মাথার যন্ত্রণা এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক পরীক্ষার্থীকে। —নিজস্ব চিত্র।
পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ৩ মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের ভর্তি করা হয়েছে ধূপগুড়ি হাসপাতালে। আপাতত তাদের সকলের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে খবর।
মঙ্গলবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। মামণি রায় নামে এক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন আংরাভাসা বংশীবদন হাই স্কুলে। পরীক্ষা শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই তার শারীরিক অসুস্থতা শুরু হয় বলে খবর। পেট এবং মাথার যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই পরীক্ষার্থী। শ্বাসকষ্টও শুরু হয় তার। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে।
কিছু ক্ষণ পর আরও দুই পরীক্ষার্থীর অসুস্থ হয়ে পড়়ার খবর আসে। নন্দিতা রায় এবং গায়ত্রী রায় নামে ওই দুই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র গোসাইয়েরহাট রাজামোহন হাই স্কুল। তাদেরও নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। পরে হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দেয় তিন পরীক্ষার্থী। পাশে ছিলেন স্কুল কর্তৃপক্ষের তরফে প্রতিনিধি, পুলিশ এবং হাসপাতালের কর্মীরা।