বিপত্তি: এখানেই ঘটেছে দুর্ঘটনা। ছবি: নির্মল বসু
কাঠ-বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় দুই দোকানি-সহ ৬ জনকে উদ্ধার করে বারাসত এবং বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মছলন্দপুর থেকে বাদুড়িয়া আসার রাস্তায়, বাগজোলা পেট্রল পাম্পের কাছে। পুলিশ জানায়, মৃতদের নাম রাজীব মণ্ডল (২৮) এবং নাজমুল মণ্ডল (২৩)। তাঁদের বাড়ি মাটিয়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা আড়াইটে নাগাদ কাঠ-বোঝাই গাড়িটি দ্রুত গতিতে বাদুড়িয়ার দিকে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আম গাছে ধাক্কা মারেন। ঠিক তার আগে রাস্তার পাশে একটি লেদ কারখানায় কর্মরত বাবা-ছেলের ঘাড়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়।
পুলিশ জানায়, গাড়ির কেবিনে চালক-সহ ৪ জন ছিলেন। গাড়ির উপর বসে ছিল দুই শ্রমিক। তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। উদ্ধারের সময়ে গাড়ির উপর থেকে পড়ে এক জন আহত হন। গুরুতর আহত দুই দোকানি-সহ ৬ জন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বারাসত এবং বসিরহাট হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় পঞ্চায়েতের সদস্য নারায়ণ ঘোষ বলেন, ‘‘গাড়িটি খুবই জোরে আসছিল। যে কারণে চালক নিয়ন্ত্রণ হারান।’’ পুলিশ গিয়ে ভাঙাচোরা গাড়িটি ক্রেন দিয়ে সরায়।