21 July Martyr's Day

21st July TMC Rally: ১০০ দিনের টাকা না পেলে দিল্লি ঘেরাও হবে, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের সভামঞ্চে মমতা প্রবেশ করা মাত্রই বক্তৃতা থামিয়ে স্লোগান তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১২:২৫
Share:

২১ জুলাইয়ের মঞ্চে মমতা নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৫৪ key status

গ্রাম-বাংলায় স্লোগান তুলুন, বিজেপি হঠাও, দেশ বাঁচাও: মমতা

দেশ ছেড়ে হাজারের উপর শিল্পপতি চলে গিয়েছেন। এটাই বিজেপির উন্নয়নের মডেল! লোকসভায় একটিও আসন বিজেপিকে জিততে দেওয়া যাবে না। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৫০ key status

‘‘জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক’’

জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক! স্লোগান তুললেন মমতা 

Advertisement
শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৪৯ key status

চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো: মমতা

‘‘চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, চব্বিশে মানুষের সরকার আনো’’, বললেন মমতা। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৪৬ key status

ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল: মমতা

মমতা বলেন, ‘‘আমি চাই, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল।’’  

Advertising
Advertising
শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৪৫ key status

তৃণমূলের নামে কেউ টাকা তুললে থানায় জানান: মমতা

তৃণমূলের নামে কেউ টাকা তুললে সোজা থানায় গিয়ে জানান। তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল। আমি চাই, বিধায়করা রিকশা নিয়ে ঘুরবেন, কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে গ্রামে জনসংযোগ করবেন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৪৩ key status

ইডি, সিবিআই এলে মুড়ি খেতে দেবেন: মমতা

ইডি, সিবিআই এলে মুড়ি খেতে দেবেন। সঙ্গে একটু তেল দেবেন। বলে দেবেন, এর জিএসটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৩১ key status

যারা ডরপোক, তারা ভয় পায়, আমি ভয় পাওয়ার লোক না: মমতা

আমাকে ইডি, সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা কোরো না। আমি ওসব ভয় পাই না। যারা ডরপোক, তারা ভয় পায়। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৩০ key status

১০০ দিনের টাকা না পেলে দিল্লি গিয়ে ঘেরাও করব: মমতা

বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব।    

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:২৭ key status

পাহাড়বাসীকে স্যালুট: মমতা

পাহাড়বাসীকে অভিনন্দন জানালেন মমতা।

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:২০ key status

মুড়িতেও জিএসটি! মানুষ খাবে কী? মরতে কত জিএসটি ধরা আছে? মুড়ি হাতে প্রশ্ন মমতার

সম্প্রতি কেন্দ্রীয় সরকার মুড়ি, চিড়েতেও জিএসটি ধার্য করেছে। ২১ জুলাইয়ের মঞ্চে মমতা মুড়ি হাতে তার প্রতিবাদ করেন। বিজেপি নেতা-নেত্রীদের কাছে মমতার প্রশ্ন, বিজেপির নেতারা মুড়ি খাবেন না কি? মমতা অভিযোগ করেন, রোগী হাসপাতালে ভর্তি হলেও জিএসটি দিতে হচ্ছে। বলেন, ‘‘আমার প্রশ্ন, মারা যেতে কত জিএসটি দিতে হবে!’’ 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:১৪ key status

বিকাশবাবু, আপনাদের সময় কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? প্রশ্ন মমতার

কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশবাবু! কটাক্ষ মমতার। বলেছিলাম, বদলা নয়, বদল চাই। তাই কিছু করিনি। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:১১ key status

রাজ্য জুড়ে একাধিক প্রকল্পের কাজ চলছে: মমতা

ডেউচা পাঁচামি, তাজপুর বন্দর, নতুন সিলিকন ভ্যালি— বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে। আগামী ৫০ বছর রাজ্যের কয়লা নিয়ে কোনও চিন্তা করতে হবে না। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:০৮ key status

ইডি, সিবিআই বিজেপির মেরুদণ্ড: মমতা

ইডি, সিবিআই বিজেপির মেরুদণ্ড। ওসব দেখিয়ে আমাদের ভয় পাওয়ানো যাবে না। বললেন মমতা। 

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:০৬ key status

তৃণমূল সরকার থাকলে ভাতা, বিনামূল্যে রেশন— সব পাবেন: মমতা

তৃণমূল সরকার থাকলে ভাতা, বিনামূল্যে রেশন— সব পাবেন। তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চে বললেন মমতা।  

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:০৪ key status

চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি: মমতা

মমতা বলেন, ‘‘বৃষ্টি দেখে বিজেপি, সিপিএম হেসেছিল। ভেবেছিল তৃণমূলের মিটিংই শেষ হয়ে গেল!’’

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১২:৫৯ key status

ধর্মতলার সভামঞ্চে বক্তৃতা করছেন দলনেত্রী মমতা

মমতা বললেন, ‘‘চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে চলে যাবে বিজেপি’’।

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১২:২৪ key status

ধর্মতলার উদ্দেশে রওনা তৃণমূল নেত্রীর

কালীঘাট থেকে তৃণমূলের শহিদ সমাবেশ মঞ্চের উদ্দেশে রওনা হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে অনেক আগেই পৌঁছে গিয়েছেন তৃণমূলের শীর্ষ স্তরের নেতা-নেত্রীরা।  

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১২:২১ key status

ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশে উপচে পড়ছে ভিড়

পর পর দু’বছর অতিমারির কারণে এই সমাবেশ ভার্চুয়ালি হলেও এ বার কিন্তু অতিমারি পূর্বের তৃণমূলের শহিদ দিবসের ছবিই ধরা পড়েছে ধর্মতলায়। এই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সে দিকেই তাকিয়ে গোটা বাংলা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement