Mamata Banerjee

Mamata Banerjee: করোনা পরিস্থিতিতে শহিদ দিবসে এ বারও ভার্চুয়ালি বক্তৃতা করবেন মমতা

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার টুইটারে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৫:১৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

টানা তৃতীয় বার বিধানসভার দখল নেওয়ার পর প্রথম শহিদ দিবসে ২১ জুলাই ভার্চুয়ালি হাজির হবেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার টুইটারে জানিয়েছেন মমতা। ফলে গত বছরের মতো চলতি বছরেও শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তৃতা করবেন তৃণমূল সুপ্রিমো।

মঙ্গলবার তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘২১ জুলাই শহিদ দিবসে দুপুর ২টোর সময় আমার ভাইবোনেদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তৃতা করব। অতিমারির প্রকোপ কমাতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Advertisement

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে তৃণমূল। একে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন মমতা। টুইটারে সে কথা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘বাংলার মানুষ আমাদের বিপুল জয় এনে দিয়েছেন। তাঁদের আশীর্বাদে আমরা ঐতিহাসিক ভাবে তৃতীয় বারের জন্য সরকার গড়েছি।’

শহিদ দিবসের ইতিহাসও সংক্ষেপে তুলে ধরেছেন মমতা। তাঁর টুইট, ‘১৯৯৩ সালে (২১ জুলাই) রাজনৈতিক ভাবে পরিচালিত হিংসায় আমাদের ১৩ জন সাহসী কর্মীকে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। সেই বলিদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১ জুলাই আমরা শহিদ দিবস পালন করি।’

প্রসঙ্গত, বিপুল ভোটে জয়ী হলেও ব্রিগেডে দলের বিজয়োৎসব হবে না বলে সোমবার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সে কথাই স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement