India

News of the day: বিচারপতির তলবে হাই কোর্টে কমিশনের সচিব, ভারতে সফরে নিউজিল্যান্ড, আজ নজরে আর কী

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই মামলায় আজ রায় দিতে পারে হাই কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১০:০৩
Share:

প্রতীকী ছবি।

স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ। তা নিয়ে আজ, বুধবার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কমিশনের সচিবকে আদালতে হাজির হতে হবে। ওই ঘটনায় প্রয়োজনে সিবিআই হতে পারে বলেও বিচারপতি ইঙ্গিত দিয়েছেন। আজ দেখার ওই তদন্তে সিবিআই দেয় কি না আদালত।

Advertisement

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই মামলার শুনানি হয় হাই কোর্টে। আজ ওই মামলায় রায় ঘোষণা হতে পারে। রায় দিতে পারেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া। ফলে আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকেও।

রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ফের ৮০০-র গণ্ডি পার করল। কলকাতায়ও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে ২০০-র বেশি হয়েছে। শহর লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আক্রান্তের সংখ্যাও কম উদ্বেগজনক নয়। সংক্রমণ বাড়লেও এর দৈনিক হার নিম্নমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড রোগীদের মৃত্যু বেড়ে ফের দু’অঙ্কের ঘরে পৌঁছেছে। তবে এক দিনে টিকাকরণ আগের থেকে কমেছে। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারেপর বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮১৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধুমাত্র কলকাতার বাসিন্দা ২৩১ জন। ফলে আজ নজর থাকবে কোভিডের সংখ্যা বাড়ল কি না সেই খবরের দিকেও।

Advertisement

টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও কাপ জিততে পারেনি নিউজিল্যান্ড। সেখান থেকে ভারত সফরে আসছে তারা। আজ ভারতের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে নামছে নিউজিল্যান্ড। অন্য দিকে, বিশ্বকাপে খারাপ ফল করে ফিরেছেন বিরাট কোহলীরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোই তাঁদের এখন প্রধান লক্ষ্য। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা। ফলে আজ নজর থাকবে সে দিকে।

এ ছাড়া আজ নজর থাকবে আজ বিধানসভার শীতকালীন অধিবেশন ও আবহাওয়া সংক্রান্ত খবরের দিকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement