কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দিচ্ছেন মোর্চা কাউন্সিলররা। শনিবার দিল্লিতে। ছবি- টুইটারের সৌজন্যে।
পাহাড়ে ‘পুলিশি রাজের’ প্রতিবাদে দার্জিলিং পুরসভায় জনমুক্তি মোর্চার ১৭ জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। দিল্লিতে শনিবার দুই নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানে গোর্খা জনমুক্তি মোর্চার ওই কাউন্সিলররা যোগ দিয়েছেন বিজেপিতে। দিল্লিতে ওই কাউন্সিলরদের নিয়ে এসেছেন দার্জিলিঙের সদ্য নির্বাচিত সাংসদ রাজু বিস্তা। মুকুল বলেছেন, ‘‘পুলিশি রাজের প্রতিবাদেই এই দলবদল। এর ফলে আজ (শনিবার) থেকে ৩২ সদস্যের দার্জিলিং পুরসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠল বিজেপি।’’
দিল্লিতে এ দিন মোর্চা কাউন্সিলরদের বিজেপিতে যোগদানের পর মুকুল বলেন, ‘‘লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর তাঁদের আর কোনও আস্থা নেই। পশ্চিমবঙ্গে আমরা এখন গণতন্ত্র বাঁচাওয়ের লড়াই চালাচ্ছি। দু’ থেকে পাঁচ দিনের মধ্যে কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে বড় জমায়েত হবে দার্জিলিঙে।’’
সাংসদ রাজু বিস্তাও এ দিন দার্জিলিঙের ‘পুলিশি রাজে’র কড়া সমালোচনা করেছেন। বলেছেন, ‘‘পাহাড়ে ভীষণ অত্যাচার চালানো হচ্ছে। ঘর থেকে মহিলাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। তাঁদের হেনস্থা করা হচ্ছে। তাই এক জন সাংসদ হিসেবে সেখানকার দুর্দশার কথা আমাকেই বলতে হচ্ছে।’’
আরও পড়ুন- অবশেষে বর্ষা ঢুকল দেশে, আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাংলায়
আরও পড়ুন- জমি উদ্ধারে উন্নয়নেই ভরসা বিনয়, অনীতের
রাজু এ দিন জিটিএ ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘জিটিএতে কোনও নির্বাচিত সদস্য নেই। সকলেই মনোনীত।’’ জিটিএর তহবিলের পূর্ণাঙ্গ অডিটেরও দাবি জানিয়েছেন তিনি।