মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
আজ, মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন মেদিনীপুরে বেলা ১টা থেকে প্রশাসনিক বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
শুভেন্দু নিয়ে মুখ্যসচিবের রিপোর্ট
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের অফিসে পুলিশি অভিযান নিয়ে রাজ্যপাল রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিবের কাছে। আজ বেলা ১১টা নাগাদ ওই রিপোর্ট জমা পড়ার কথা।
মুখ্যসচিবকে তলব হাই কোর্টের
আদালত অবমাননার মামলায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টে। তবে যে কারণের জন্য তাঁদের তলব করা হয়েছে, তড়িঘড়ি তাঁরা সে কাজটি সম্পূর্ণ করে ফেলেছেন। ফলে মুখ্যসচিব আসেন কি না সে দিকে নজর থাকবে।
লস্কর-ই-তৈবার সদস্যের শুনানি হাই কোর্টে
আজ লস্কর-ই-তৈবা জঙ্গি তথা ফাঁসির আসামি শেখ আবদুল নইমের পুনর্বিবেচনার আর্জির মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই আসামিকে আদালতে নিয়ে আসা হবে।
গ্রাফিক: সনৎ সিংহ।
আনিস খান মৃত্যু মামলার শুনানি
আজ কলকাতা হাই কোর্টে আনিস খান হত্যা মামলার শুনানি রয়েছে। বেলা ১২টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হতে পারে।
অভিষেকের মামলার শুনানি সুপ্রিম কোর্টে
কয়লাপাচার মামলায় ইডির তলবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ওই মামলাটির সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা।
অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুরহস্য
অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু নিয়ে রহস্য ক্রমশ দানা বাঁধছে। এটিকে আত্মহত্যার ঘটনা মানতে রাজি নয় তাঁর পরিবার। সোমবার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা রুজু করা হয়েছে। আজ ওই ঘটনার গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
বৌবাজারের বাড়ি ভাঙার কাজ
বৌবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণকাজের কারণে বড় ফাটল ধরা দু’টি বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। সোমবার ওই কাজটি শুরু হয়েছে। আজ সেই অবস্থার দিকে নজর থাকবে।
দেশের কোভিড পরিস্থিতি
টানা সাত দিন তিন হাজারের নীচেই রয়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,২০২। আজ সংক্রমণ কত হয় সে দিকে নজর থাকবে।
আইপিএল
আজ আইপিএলে মুম্বই বনাম হায়দরাবাদের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।