Mamata Banerjee

News of the day: বিজেপিকর্মী খুনে সুফিয়ানকে তলব সিবিআই-এর, ভবানীপুরে ভোট যুদ্ধ, আজ নজরে কী কী

বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছেন বিজেপিপ্রার্থী প্রিয়ঙ্কা তিবরেওয়াল। আজ ওই বিধানসভার ৭০ ও ৭৩ নম্বরে ওয়ার্ডে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪০
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

ভোট পরবর্তী হিংসার অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। সেই মতো আজ, বৃহস্পতিবার হলদিয়ায় সিবিআই ক্যাম্পে যাওয়ার কথা তাঁর। বিধানসভা ভোটের পর ৩ মে বিজেপিকর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তে একাধিক বার সুফিয়ানের নাম উঠে আসে। সেই কারণেই আজ তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের-সহ সভাধিপতিকে তলব। সিবিআইয়ের ওই ডাকে সাড়া দেন কি না সুফিয়ান আজ নজর থাকবে সে দিকে।

Advertisement

ভবানীপুর আসনের উপনির্বাচন নিয়ে তৃণমূল, বিজেপি-র ভোট প্রচার তুঙ্গে। প্রার্থীকে জেতাতে দলের একাধিক নেতা-মন্ত্রীকে আগেই প্রচারের ময়দানে নামিয়েছে ঘাসফুল শিবির। প্রচার শুরু করছেন প্রার্থী নিজেও। আজ হিন্দিভাষী ভোটারদের মুখোমুখি হতে পারেন তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৪টে নাগাদ তাঁর উত্তম উদ্যানে যাওয়ার কথা। আবার ওই একই সময়ে খিদিরপুর ডেন্ট মিশন রোড থেকে প্রচার শুরু করার কথা বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাসের। অন্য দিকে, বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা তিবরেওয়াল। আজ ওই বিধানসভার ৭০ ও ৭৩ নম্বরে ওয়ার্ডে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। ফলে আজ নজর থাকবে ওই কর্মসূচিগুলির দিকেও।

Advertisement

এ ছাড়া আজ নজর থাকবে মমতার এসএসকেএম হাসপাতালে বৈঠক, আফগানিস্তান পরিস্থিতি ও আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement