ফাইল চিত্র।
চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ‘জঙ্গি হামলা’ চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। শুক্রবার এমনটাই দাবি করল ইউক্রেন। সে দেশের গোয়েন্দাদের দাবি, বিদ্যুৎকেন্দ্রে ওই হামলার মাধ্যমে ‘প্রযুক্তিগত বিপর্যয়’ তৈরি করতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সেই বিপর্যয়ের দায় ইউক্রেনের উপর চাপিয়ে দিতে চাইছেন। এক ফেসবুক বার্তায় এমনটাই দাবি করেছেন গোয়েন্দারা। এমতাবস্থায় আজ, শনিবার সেই পরিস্থিতির দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
আনিস খান হত্যা রহস্য
হাওড়ার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে শুক্রবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিট। পরিবারকেও ওই রিপোর্ট দেওয়া হয়েছে। রিপোর্ট দেখে তারা কোনও প্রতিক্রিয়া জানায় কি না সে দিকে নজর থাকবে।
ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট
আজ থেকে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের খেলা শুরু হচ্ছে। বেঙ্গালুরুতে দিনরাতের গোলাপি বলের টেস্ট রয়েছে। দুপুর আড়াইটা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
গ্রাফিক- সনৎ সিংহ।
পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট
আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন। সকাল সাড়ে ১০টা থেকে করাচিতে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
মহিলা ক্রিকেট বিশ্বকাপ
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে ওই খেলাটি শুরু হয়েছে।
আইএসএল
আজ আইএসএল-এ দ্বিতীয় সেমিফাইনাল প্রথম লিগের কথা রয়েছে। এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি-র খেলাটি সাড়ে ৭টা থেকে শুরু হবে।