ফাইল চিত্র।
আবারও ফিরছে করোনা-আতঙ্ক! বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ভারতেও অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। গত কয়েক দিনের মধ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল প্রায় ৪১ শতাংশ। দেশে এক দিনে নতুন করে আক্রান্ত হলেন ৫,২৩৩ জন। এই হারে বাড়তে থাকলে কয়েক দিন পর চিন্তার কারণ হয়ে দাঁড়াবে করোনা। আজ, বৃহস্পতিবার সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
পশ্চিমবঙ্গে সংক্রমণ ও সংক্রমণের হার বাড়ল কি না
রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা আবারও বাড়ল। এই নিয়ে টানা চার দিন তা ৫০-এর গণ্ডি পার করল। এক দিনে সংক্রমণের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রাজ্যের সংক্রমণের দিকে নজর থাকবে।
ভবানীপুরে দম্পতিকে খুনের তদন্ত ও অন্যান্য ফলো আপ
ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের প্রৌঢ় দম্পতির খুনের কাণ্ডে নতুন সূত্র খোঁজার কাজ শুরু করেছে পুলিশ। ভবানীপুরে খুন হওয়া গুজরাতি দম্পতির হারিয়ে যাওয়া দু'টি মোবাইল ফোনের একটি পাওয়া গেল ধর্মতলা চত্বরে। পুলিশ সূত্রে খবর, সোমবার খুনের ঘটনার পর ওই দু'টি মোবাইলের খোঁজে ছিল তারা। আজ ওই ঘটনার গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
রেণু খাতুনের হাত কেটে নেওয়ার ফলো আপ
ডান হাত কাটা যাওয়া রেণু খাতুনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপযুক্ত কাজ, চিকিৎসার খরচ এবং কৃত্রিম হাতের ব্যবস্থা করবে সরকার। বুধবার এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।
গ্রাফিক: সনৎ সিংহ।
রোদ্দূর রায়কে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা
বুধবার রাতে গোয়া থেকে গ্রেফতার করে আনা হয় রোদ্দূর রায়কে। আজ তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হবে। আজ সেই দিকে নজর থাকবে।
বাংলা সফরে আসা বিজেপি সভাপতি জেপি নড্ডার কর্মসূচি
আজ বাংলা সফরে আসা বিজেপি সভাপতি জেপি নড্ডার কর্মসূচির দিকে নজর থাকবে। সকাল ৯টা নাগাদ বেলুড় মঠ দর্শনে যাবেন তিনি। দুপুর ২টো নাগাদ সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক রয়েছে নড্ডার। বিকেল ৪টে ১৫ নাগাদ কলামন্দিরে 'নাগরিক সম্মেলন' যোগ দেবেন বিজেপি সভাপতি। এই কর্মসূচি সেরে সন্ধ্যা ৬টার বিমানে দিল্লি ফিরবেন তিনি।
অনলাইনে পরীক্ষার দাবি, পাল্টা দাবি ঘিরে পরিস্থিতি
স্নাতক স্তরে অনলাইনে পরীক্ষার দাবিতে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের একাংশ। প্রতিবাদ, বিক্ষোভ চলছে। আজ সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।
এসএসসি নিয়োগ মামলা ও তদন্তের খবরাখবর
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার ওই তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই দিনে এই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলায়
প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আজ ওই তদন্ত শুরু হল কি না সে দিকে নজর থাকবে।
রঞ্জি ট্রফির ম্যাচ
আজ রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের চতুর্থ দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ বাংলা বনাম ঝাড়খণ্ডের খেলাটি শুরু হবে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ
আজ ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের প্রথম ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।