ফাইল চিত্র।
সোমবার উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বেশির ভাগ সমীক্ষাই বলছে, তিন রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি। পঞ্জাবে আম আদমি পার্টি এবং গোয়ার লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে। এই অবস্থায় ওই সমীক্ষার ফল নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
ইউক্রেনের পরিস্থিতি
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অব্যাহত। বিভিন্ন দেশ আলোচনার কথা বললেও রাশিয়া এখনই সেই পথে হাঁটছে। তারা চাইছে, পুরোপুরি ভাবে পরাজয় স্বীকার করুক ইউক্রেন সরকার। তবেই তারা শান্তির কথা চিন্তা করবে। অন্য দিকে, সোমবার এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী আলোচনার কথা বলেন। আজ পরিস্থিতি কোন দিকে যায় তা নজরে থাকবে।
তৃণমূলের সাংগঠনিক বৈঠক
আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক রয়েছে। দুপুর ২টো নাগাদ ওই বৈঠকে উপস্থিত থাকবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হতে পারে ওই বৈঠকে।
গ্রাফিক- সনৎ সিংহ।
বিধানসভার অধিবেশন
আজ দুপুর ১২টা নাগাদ বিধানসভার অধিবেশন রয়েছে। তবে তা সবিস্তারে হবে না। জানা গিয়েছে, আজ শোক প্রস্তাবের পরই শেষ হতে পারে অধিবেশন।
আনিস খান হত্যা-রহস্য
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে ফের চাপানউতর। মুখ্যমন্ত্রীর কথা মতো ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও, তা এখনও দেওয়া হয়নি বলে আনিসের পরিবারের দাবি। এই অবস্থায় আজ কী ঘটে সে দিকে নজর থাকবে।
বিশ্বভারতী মামলা হাই কোর্টে
আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সোমবার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। সেই মতো আজ বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট জমা দেওয়ার কথা।
পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট
আজ পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের পঞ্চম দিন। সকাল সাড়ে ১০টা থেকে রাওয়ালপিন্ডিতে ওই খেলাটি শুরু হবে।