imran khan

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ চেন্নাই বনাম পঞ্জাবের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ০৬:৪৪
Share:

ফাইল চিত্র।

আজ, রবিবার আস্থাভোট রয়েছে পাকিস্তানে। ভাগ্যনির্ধারণ হবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁর সরকারকে উপড়ে ফেলতে চক্রান্ত করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তিনি। আজ দেখার, আস্থা ভোটে জয়ী হয়ে সরকার রাখতে পারেন কি না ইমরান।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট

Advertisement

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ হয়ে গিয়েছে পরিবহণ ব্যবস্থা। এমন অবস্থায় আজ সেখানকার পরিস্থিতি আলোচনার কেন্দ্রে থাকবে।

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রয়েছে। শান্তির জন্য ভারতকে মধ্যস্থতার কথা বলেছে রাশিয়া। কিন্তু সে বিষয়ে এখনও নয়াদিল্লি কোনও সিদ্ধান্ত নেয়নি। ফলে আজ সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।

রামপুরহাট-কাণ্ডের তদন্ত

বগটুইয়ের ঘটনার ১৩ দিনের মাথায় শনিবার রামপুরহাট থানায় নতুন আইসিকে দায়িত্বে পাঠাল রাজ্য সরকার। এই ঘটনায় পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে বার বার প্রশ্ন উঠেছিল। সিবিআই তদন্তেও তা উঠে আসে। আজ এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

গ্রাফিক সনৎ সিংহ।

দুই কেন্দ্রের উপনির্বাচন

আজ আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত খবরাখবরের দিকে নজর থাকবে। নজর থাকবে রাজনৈতিক দলগুলির প্রচারের দিকে।

আইপিএল

আজ চেন্নাই বনাম পঞ্জাবের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।

কেমন থাকেন মালাইকা আরোরা

শনিবার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মুম্বইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুন কপূরের প্রেমিকাকে। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement