বিশেষ দিনে নিজেকে মনের মতো সাজিয়ে তুলবেন, এটাই তো স্বাভাবিক। আর সেই সাজ নিপুণ হাতে ফুটিয়ে তুলবেন রূপটান শিল্পী। তবে তিনি দক্ষ না হলে এক দিকে যেমন বিয়ের সাজ মাটি, তেমনই ত্বকের জন্যও তা ক্ষতিকারক। কলকাতার কয়েক জন দক্ষ এবং অভিজ্ঞ রূপটান শিল্পীর খোঁজ রইল এই প্রতিবেদনে।
-
অর্পিতা গঙ্গোপাধ্যায়: কলকাতার সেরা ব্রাইডাল রূপটান শিল্পীদের এক জন। কনের পোশাক এবং আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে রূপটান করেন। আট বছর ধরে কাজ করছেন দক্ষতার সঙ্গে। দেশের সেরা রূপটান শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অর্পিতার। ঠিকানা: হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুন, ২৫/৯, হসপিটাল রোড, কালিকাপুর, কলকাতা ৭০০০৭৮ ফোন নং: ৯৭৪৮২৭৫৫৮৩ / ৯৮০৪৪৩৮৭৩৯
-
অনিরুদ্ধ চাকলাদার: প্রসঙ্গ যখন রূপটানের, অনিরুদ্ধ চাকলাদারের নাম উঠে আসবে না, তা কি হয়! কলকাতার ব্রাইডাল মেকআপ ইন্ডাস্ট্রিতে এক অন্য মাত্রা যোগ করেছেন তিনি, নিজের নিখুঁত কাজের মাধ্যমে। বিয়ের দিনে স্বপ্নের মতো সাজতে চাইলে সাজুন অনিরুদ্ধর কাছে। তবে হ্যাঁ, সময় থাকতে থাকতে যোগাযোগ করুন। কারণ দেরি হলে বুকিং হাতছাড়া হতে পারে। ঠিকানা: ৮/১৩ ফার্ন রোড, কলকাতা- ৭০০০১৯ ফোন নং: ৯৮৩০০৩৯৬৯৯ / ০৩৩-২৪৪০-৩৫১৩
-
অভিজিৎ চন্দ: তাঁর প্রতিটি কাজ একে অপরের থেকে বেশ আলাদা। সময়ের সঙ্গে সঙ্গে রূপটানের যে পরিবর্তন, তা শিল্পী তুলে ধরেন নিজের কাজে। আন্তর্জাতিক স্তরে রূপটানের ধরনে যে পরিবর্তন আসছে প্রতিনিয়ত, সেই নতুন পদ্ধতিগুলিকে ব্রাইডাল মেকআপের সঙ্গে মেলবন্ধন ঘটান তিনি। ফোন নং: ৯৮৩০৬৮৮৮৯০
-
নবীন দাস: সেরা রূপটান শিল্পীদের তালিকায় ইতিমধ্যেই পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর কাজের অনন্য দক্ষতার সাক্ষী তাঁর পোর্টফোলিও। বেশ কয়েক বছর ধরে নিজের কাজ দিয়ে সমৃদ্ধ করে চলেছেন ব্রাইডাল মেকআপ ইন্ডাস্ট্রিকে। ঠিকানা: ১৬৬সি/৭, লেক গার্ডেন্স, এলাহাবাদ ব্যাঙ্কের কাছে, কলকাতা- ৭০০০৭৪ফোন নং: ৯৮৩১২৩৩৬১৮ / ৯৮৩১০৩৩৬১৮
-
কাকলি সেনগুপ্ত: এক সময়ে খ্যাতনামা রূপটান শিল্পী প্রবীর দে-র সঙ্গে কাজ করতেন। তবে বর্তমানে একা হাতে সবটা সামলাচ্ছেন, স্বমহিমায়। তাঁর জনপ্রিয়তাই তাঁর দক্ষতার প্রমাণ। ঠিকানা: ১২৩৫, সার্ভে পার্ক, সি ১৫, সম্মিলনী সন্তোষপুর, কলকাতা- ৭০০০৭৫ ফোন নং: ৯৮৩৬২৩১৮৩১ / ৯৮৩৬৩৮১৮৩১
এই প্রতিবেদনটি ‘সাত পাকে বাঁধা’ ফিচারের অংশ।