viral video of sodium bomb

পুকুরে সোডিয়াম বোমা ফাটিয়ে ভিডিয়ো! ভাইরাল হতেই গ্রেফতার ‘বিগ বস্’ প্রতিযোগী

মধুগিরি তালুকের জনকালোটি এলাকার বৃন্দাবন নামের একটি খামারের ভিতরে পুকুরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটান ওই ইউটিউবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে কনটেন্ট তৈরি করে পুলিশের হাতে গ্রেফতার হতে হল এক সমাজমাধ্যমপ্রভাবী ও ইউটিউবারকে। কৃষিকাজের জন্য ব্যবহৃত একটি পুকুরে সো়ডিয়াম বোমা ফাটানোর অভিযোগে পুলিশ ধরে নিয়ে যায় প্রতাপ এনএম নামের ওই যুবককে। কর্নাটকের বাসিন্দা এই যুবক সমাজমাধ্যমে ‘ড্রোন প্রতাপ’ নামেই বেশি পরিচিত। তিনি কন্নড় ‘বিগ বস্’-এর প্রতিযোগী ছিলেন বলেও জানা গিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তিনি তাঁর নিজের ইউটিউব চ্যানেল থেকে জলে বোমা ফাটানোর সেই ভিডিয়োটি পোস্ট করার পরই ব্যবস্থা নেয় পুলিশ। মধুগিরি তালুকের জনকালোটি এলাকার বৃন্দাবন নামের একটি খামারের ভিতরে একটি পুকুরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটান ওই ইউটিউবার।

Advertisement

২৭ বছর বয়সি এই কনটেন্ট নির্মাতার দাবি, তিনি একটি বিজ্ঞানের পরীক্ষা হাতেকলমে করে দেখানোর চেষ্টা করছিলেন। সেই ঘটনাই তিনি ইউটিউবের পাতায় ছড়িয়ে দেন। ভিডিয়ো দেখে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক পদার্থ নিয়ে অবহেলা করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ খামারের মালিক জিতেন্দ্র জৈন এবং ক্যামেরাম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এখনও পর্যন্ত এই মামলায় শুধুমাত্র প্রতাপকে গ্রেফতার করা হয়েছে। যে ভিডিয়োর জেরে প্রতাপকে গ্রেফতার করা হয়েছে সেই ভিডিয়োটি ‘হেট ডিটেক্টরস’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে জলের মধ্যে বিপুল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। কয়েক কেজি সোডিয়াম জলে ছুড়ে ফেলতে দেখা যায় তাঁকে। এর পরে প্রবল আওয়াজ ও ধোঁয়া তৈরি হয়ে জলে আলোড়ন ওঠে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement