ছবি: এক্স (সাবেক টুইটার)।
মেট্রোয় পুরুষের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। দিল্লি মেট্রোর একটি ট্রেনে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিয়োটি পোস্ট করে এক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘‘দিল্লি পুলিশ কি এই মহিলার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করবে না?’’
ভিডিয়োয় দেখা যাচ্ছে মেট্রোর আসনে বসে থাকা এক অল্পবয়সি পুরুষযাত্রীকে জায়গা ছাড়তে বলছেন মহিলা। আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত আসন নয়। অনুরোধ শুনেও তাই তরুণ জায়গা ছাড়েননি। এর পরেই ওই মহিলাকে দেখা যায় ওই তরুণের প্রায় কোলের উপর গিয়ে বসে পড়তে। কাণ্ড দেখে পাশের আসনের ব্যক্তি নিজের জায়গা ছেড়ে উঠে যান। কিন্তু তাতেও হেল দোল দেখা যায়নি ওই মহিলার। তিনি তার পরেও ওই তরুণের পায়ের উপরেই চেপে বসে থেকেছেন।
সৌরভ বহুগুনা নামের এক এক্স ব্যবহারকারী ওই পোস্টে দিল্লি পুলিশকে ট্যাগ করে লিখেছে, ‘‘এই মহিলা যা করছেন, তা একজন পুরুষ করলে শ্লীলতাহানি বলা হত। এই মহিলাকে কি ছেড়ে দেওয়া হবে?’’