Bizarre News

দম্পতির শীৎকারের শব্দে শিকেয় উঠেছে ঘুম-পড়াশোনা, থামাতে এ কী করলেন প্রতিবেশী মহিলা!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক মহিলা তাঁর অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক তরুণ দম্পতির কার্যকলাপ দেখে থ’ হয়ে গিয়েছেন। চিঠিও পাঠিয়েছেন ওই প্রতিবেশীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ০৯:৩০
Share:
Woman wrote note to young neighbours after getting disturbed by their sound in night

—প্রতীকী ছবি।

প্রতিবেশী কারা হবেন, তাঁরা কেমন হবেন, তা ভাগ্যের উপর নির্ভর করে। তবে অনেকে মনে করেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই বাঞ্ছনীয়। কারণ, আপদ-বিপদে অনেক প্রতিবেশী পরিবারের মতো ঢাল হয়ে পাশে দাঁড়ায়, সুখ-দুঃখের ভাগীদার হয়। তবে সম্প্রতি এমন একটি ঘটনার খবর প্রকাশ্যে এসেছে যা প্রতিবেশীদের সম্পর্কে অনেকের ধারণাই বদলে দিতে পারে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক মহিলা তাঁর অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক তরুণ দম্পতির রাত্রিকালীন কার্যকলাপ শুনে থ’ হয়ে গিয়েছেন। চিঠিও পাঠিয়েছেন ওই দম্পতিকে। মহিলার দাবি, ওই তরুণ দম্পতির অন্তরঙ্গে মুহূর্তের সময় করা শব্দে তিনি বিরক্ত। প্রথমে কয়েক দিন সেই শব্দ হজম করলেও পরবর্তী সময়ে তিনি বিরক্ত হয়ে পড়েন। ঘনিষ্ঠ সময়ে আওয়াজ না করার আবেদন জানিয়ে খোলা চিঠি লেখেন প্রতিবেশী দম্পতিকে।

ওই দম্পতির উদ্দেশে লেখা প্রতিবেশী মহিলার চিঠি ইতিমধ্যেই সমাজমাধ্যম ‘রেডিট’-এ প্রকাশ্যে এসেছে। সেই চিঠিতে মহিলা জানিয়েছেন, তরুণ দম্পতির অন্তরঙ্গ মুহূর্তে করা শব্দ তাঁর ঘুম এবং পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। তাই তাঁর আবেদন, রাত ১০টার পর দম্পতি যেন ওই ধরনের শব্দ না করেন। তাঁর বাড়ি থেকে আসা কোনও শব্দে যদি দম্পতি বিরক্ত হন, তার জন্যও আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন ওই মহিলা। যে রেডিট ব্যবহারকারী চিঠিটির ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি জানিয়েছেন, অ্যাপার্টমেন্টের করিডরে ওই চিঠি দেখতে পেয়েছিলেন। তার পরেই সেটির ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

Advertisement

সেই পোস্ট সমাজমাধ্যম তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কিছু ব্যবহারকারী চিঠি পাঠানো মহিলার সমর্থনে পাশে দাঁড়ালেও নেটাগরিকদের একাংশ আবার ওই ভাবে খোলা চিঠি পাঠানোর জন্য সমালোচনায় সরব হয়েছেন। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে আরও সংবেদনশীল হতে পারতেন ওই মহিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement