IPL 2025

মুম্বইয়ের অনামী স্পিনার পুথুরকে কী পরামর্শ দিয়েছেন ধোনি, জানালেন অটোচালক বাবা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতাতে না পারলেও, মন জিতে নিয়েছিলেন ধোনির। ম্যাচ শেষে পুথুরের সঙ্গে কথা বলেন ভারতের সফলতম অধিনায়ক। কী বলেছিলেন ধোনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৩:২১
Share:
Vignesh Puthur and MS Dhoni

বিগ্নেশ পুথুরের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

ছেলেকে সোমবার ফোন করেছিলেন বাবা। সঙ্গে সঙ্গে প্রশ্ন, “মহেন্দ্র সিংহ ধোনি তোমায় কী বলেছে?”

Advertisement

ছেলে এই মুহূর্তে আইপিএলের অন্যতম আলোচিত চরিত্র বিগ্নেশ পুথুর। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতাতে না পারলেও, মন জিতে নিয়েছিলেন ধোনির। ম্যাচ শেষে পুথুরের সঙ্গে কথা বলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। কী বলেছিলেন ধোনি?

পুথুরের বাবা শ্রীরাগ অটোচালক। অনেক কষ্ট করে মানুষ করেছেন ছেলেকে। জানতে চেয়েছিলেন ধোনি কী বলেছিলেন। পুথুর জানিয়েছেন, ধোনি তাঁর বয়স জানতে চান। সেই সঙ্গে পরামর্শ দেন যে ভাবে খেলে আইপিএলে জায়গা করে নিয়েছেন, সেই ভাবেই খেলা চালিয়ে যেতে।

Advertisement

পুথুরের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে লাজুক চরিত্রের। শ্রীরাগ বলেন, “ওর সঙ্গে কথা বললে বোঝা যাবে না, ও কতটা প্রতিভাবান। খুব লাজুক ছেলে। নিজের মতো থাকে। বেশি কথা বলে না। কিন্তু বল হাতে পেলেই ও পাল্টে যায়। গোটা বিশ্ব দেখেছে ও কী করতে পারে।” একই কথা শোনা গেল পুথুরের কোচ সিজি বিজয়কুমারের গলাতেও।

বিজয়কুমারের কাছে প্রথম দিন কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে গিয়েছিলেন পুথুর। তাতে লেখা ছিল গৌতম গম্ভীরের নাম। বিজয়কুমার বলেন, “আমাদের অ্যাকাডেমিতে কোনও বাচ্চা এলে আমরা তাদের দিয়ে সব কিছু করাই। ব্যাটিং, উইকেটকিপিং, পেস বোলিং, স্পিন বোলিং, সব করে তারা। কিন্তু পুথুরের ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছিল। ওর হাত রাবারের মতো। খুব ভাল বল করার ধরন ছিল। তাই কব্জির মোচড়ে স্পিন বোলিংই করতে দেওয়া হত। রিস্ট স্পিন এক ধরনের শিল্প। এর জন্য অনেক কিছু শিখতে হয়। চেন্নাইয়ের বিরুদ্ধে ও দেখিয়ে দিয়েছে, যে ও কী করতে পারে।”

শ্রীরাগের চিন্তা তাঁর ছেলের যেন মাথা না ঘুরে যায়। তিনি বলেন, “আমরা চমকে গিয়েছি। এই মুহূর্তে দরকার মাটিতে পা রেখে চলা। আমি পুথুরকে সেটাই বলেছি। আমরা দেখেছি টাকা এবং চটজলদি পরিচিতি পেয়ে গেলে কী হতে পারে। বিনোদ কাম্বলিকে দেখেছি আগে, এখন পৃথ্বী শ-কে দেখছি। এই একটা ম্যাচ কখনও কাউকে ভাল বা খারাপ করে দিতে পারে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement