ছবি: ইনস্টাগ্রাম।
নেটপাড়া মুগ্ধ তাঁর রূপে। তাঁর রুপোলি পর্দায় পা দেওয়ার খবরেও হইচই পড়েছে অনুরাগীদের মধ্যে। এ বার সমাজমাধ্যম ইউটিউব থেকে অনন্য স্বীকৃতি পেলেন মহাকুম্ভে ভাইরাল সেই মালাবিক্রেতা মোনালিসা ভোঁসলে।
মহাকুম্ভ থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মোনালিসা। তাঁর গায়ের শ্যামলা রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি বহু নেটাগরিকের মনে ঝড় তুলেছিল। তার পরেই তাঁকে নিয়ে হইচই পড়ে। ষোড়শী সুন্দরী পরিচালকদেরও চোখ এড়াননি। ডাক পান বলিউড থেকে। সেই ডাকে সাড়াও দিয়েছেন মোনালিসা। সনোজ মিশ্রের ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ দেখা যাবে তাঁকে। তবে সেই ছবি মুক্তি পেতে এখনও দেরি আছে। তার আগে জনপ্রিয় সমাজমাধ্যম ইউটিউব স্বীকৃতি দিল ভারতের ‘ভাইরাল গার্ল’কে। ইউটিউবের তরফে ‘সিলভার প্লে বাটন’ পেয়েছেন মোনালিসা।
ভাইরাল হওয়ার পরেই ডিজিটাল জগতে পা রেখেছিলেন মোনালিসা। নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেন তিনি। হু-হু করে বাড়তে থাকে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা। সে সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যেই। আর তার জন্যই তিনি এ বার ইউটিউবের তরফে ‘সিলভার প্লে বাটন’ পেলেন। সেই স্মারক হাতে পেয়ে ইউটিউব এবং তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘রিয়েল_মোনালিসা_০৮’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তিন দিন আগে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ১৮ লক্ষ বার দেখা হয়েছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। মহাকুম্ভে মালা বিক্রি করা থেকে শুরু করে বলিউডে পা রাখা— মোনালিসার যাত্রার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।
উল্লেখ্য, মোনালিসা সম্প্রতি একটি বিখ্যাত গহনা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ১৫ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করেছেন বলে খবর। ছবিতে অভিনয় করার জন্য তিনি ২১ লক্ষ টাকা পাচ্ছেন বলেও জানা গিয়েছে।