viral video of snake

নদীতে দাঁড়িয়ে পুজো করছিলেন মহিলা, জল কেটে তেড়ে এল মূর্তিমান বিপদ! কী ঘটল তার পর

ছট পূজার সময় এই ভিডিয়োটি তোলা হয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে এক মহিলা জলে দাঁড়িয়ে সূর্যের উপাসনা করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৬:২১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

চলছিল ছট উৎসব। আর পাঁচ জনের সঙ্গে কোমরজলে নেমে ছটের আচার পালন করছিলেন এক মহিলা। প্রথামতো হাতে জলের ঘট নিয়ে সূর্যদেবের পূজা-অর্চনা করা জন্য নদীতে কোমরজলে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। হঠাৎই সেখানে হাজির হল এক মূর্তিমান বিপদ। জল কেটে মহিলার দিকে এগিয়ে আসতে লাগল কালোর উপর সাদা ডোরাকাটা একটি লম্বা সাপ। সেই ঘটনার ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘সঞ্জয়জার্নো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে ভিডিয়োটি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

পরনে কমলা শাড়ি, মাথায় ঘোমটা ও হাতভর্তি চুড়ি। নাক থেকে সিঁথি পর্যন্ত টানা সিঁদুর। তাঁর সঙ্গে সেখানে হাজির ছিলেন আরও কয়েক জন মহিলা। ছট পুজার আচার-অনুষ্ঠানের সময় এই ভিডিয়োটি তোলা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, ওই মহিলা জলে দাঁড়িয়ে সূর্যের উপাসনা করছেন। হঠাৎ তাঁর গায়ের কাছে সাপটিকে এগিয়ে আসতে দেখা যায়। আশপাশে থাকা মহিলারা সাপ দেখে চিৎকার করতে শুরু করেন। আতঙ্কিত হওয়ার পরিবর্তে ওই মহিলা শান্ত থাকেন এবং পুজো চালিয়ে যান। সাপটিও ধীরে ধীরে ওই মহিলার থেকে দূরে সরে যায়। ভিডিয়োটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অসংখ্য মন্তব্য জমা পড়েছে। প্রায় সকলেই ওই মহিলার সাহস এবং তাঁর গভীর বিশ্বাসের প্রশংসা করেছেন৷ শান্ত আচরণের জন্য তাঁকে বাহবা দিয়েছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement