viral video of heater

ইটের মধ্যে ‘মারণ যন্ত্র’! যুবকের কীর্তি দেখে স্তম্ভিত সমাজমাধ্যম

সম্প্রতি এক্স হ্যান্ডলে এই অদ্ভুত যন্ত্র তৈরির ভিডিয়ো ছড়িয়ে প়ড়েছে যা দ্রুত নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৪:৪৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

শীতের সময় প্রায় আগত। শীতের হাত থেকে বাঁচতে চাই এক ‘ভারতীয় কায়দার’ ব্যবস্থা করে ফেললেন এক যুবক। সামান্য ইট দিয়েই বানিয়ে ফেললেন আস্ত একখানা হিটার। শীতের সময় হিটারের কার্যকারিতা ব্যাপক হলেও এর দাম কম নয়। তাই মাথা খাটিয়ে এমন এক সমাধান বের করে ফেলেছেন যাতে অর্থ সাশ্রয় হবে আবার চাহিদা মিটবে। সম্প্রতি এক্স হ্যান্ডলে এই অদ্ভুত যন্ত্র তৈরির ভিডিয়ো ছড়িয়ে প়ড়েছে, যা দ্রুত নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। একই সঙ্গে তৈরি হয়েছে বিতর্কও। ‘মনুএক্সপ্লোরার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা গিয়েছে হিটারটি। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বড় থান ইটকে যন্ত্র দিয়ে কেটে তিনটি খাঁজ তৈরি করা হচ্ছে। বাজার থেকে কেনা একটি গরম করার কয়েল খাঁজের মধ্যে বসিয়ে দিয়েছিলেন। কয়েলটিকে তারের সঙ্গে সংযুক্ত করে সেগুলিকে ইটের পিছনে আটকে দিয়েছিলেন। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর ঘরে একটি সুইচের সঙ্গে সেটিকে যুক্ত করেছিলেন। যন্ত্রটি কাজ করলেও এর ব্যবহার ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যে ভাবে বিদ্যুতের তারগুলি উন্মুক্ত রাখা হয়েছে হয়েছে তাতে শক বা আগুন লাগার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অনেকেই। সম্ভাব্য বিপদের কারণে এটিকে একটি ‘মারণ যন্ত্র’ বলে মন্তব্য করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি তৈরির সময় কোনও সাবধানতা অবলম্বন করার নির্দেশও দেওয়া হয়নি বলে এর সমালোচনা করেছেন অনেকেই। তবে বেশ কয়েক জন নেটাগরিক ওই ব্যক্তির সৃজনশীলতার প্রশংসাও করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement