YouTube

তিন বছরে লক্ষ লক্ষ খরচ করে চ্যানেল, রাগে সব ভিডিয়ো ডিলিট করলেন মহিলা ইউটিউবার! কেন?

ইউটিউবে দু’টি চ্যানেল খুলেছিলেন নলিনী— ‘নলিনীজ় কিচেন রেসিপি’ এবং ‘ফুড ফ্যাক্টস বাই নলিনী’। তার মধ্যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল মাত্র ২৪০০। অন্যটির একটু বেশি, ১১ হাজার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৯:০৪
Share:

—প্রতীকী ছবি।

জীবনের তিন বছর উৎসর্গ করে দিয়েছিলেন। তিলে তিলে গড়ে তুলেছিলেন রন্ধনপ্রণালী সংক্রান্ত দু’টি ইউটিউব চ্যানেল। আট লক্ষ টাকা বিনিয়োগও করেছিলেন ওই চ্যানেলের পিছনে। এক ঝটকায় দু’টি চ্যানেলই বন্ধ করে দিলেন এক মহিলা। কিন্তু কেন সেই সিদ্ধান্ত নিলেন ভারতীয় ওই ইউটিউবার?

Advertisement

ওই ইউটিউবারের নাম নলিনী উনগর। বছর তিনেক আগে রান্না শেখানোর জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরির সিদ্ধান্ত নেন তিনি। স্টুডিয়োও তৈরি করে ফেলেন। রান্না করার রকমারি সরঞ্জামও কেনেন। ইউটিউব চ্যানেল খুলতে সব মিলিয়ে আট লক্ষ টাকা খরচ করে ফেলেছিলেন নলিনী। তবে ইউটিউব চ্যানেল খোলার পর তিনি যেমন সাড়া পাবেন ভেবেছিলেন, তেমনটা পাননি। এমনকি, আয়ও তেমন হয়নি। আর সে কারণেই বিরক্ত হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন নলিনী।

নলিনীর রান্নাঘর। ছবি: সংগৃহীত।

ইউটিউবে দু’টি চ্যানেল খুলেছিলেন নলিনী— ‘নলিনীজ় কিচেন রেসিপি’ এবং ‘ফুড ফ্যাক্টস বাই নলিনী’। তার মধ্যে একটি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল মাত্র ২৪০০। অন্যটির একটু বেশি, ১১ হাজার। নলিনী নিজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যম এক্স-এর হ্যান্ডলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘আমি ইউটিউবের মাধ্যমে কেরিয়ার গড়তে ব্যর্থ হয়েছি। তাই আমি আমার রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এবং স্টুডিয়োর সরঞ্জাম বিক্রি করছি। যদি কেউ কিনতে আগ্রহী হন, দয়া করে আমাকে জানান।’’ একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তিন বছরে মোট ৮ লক্ষ টাকা খরচ করে ২৫০টি ভিডিয়ো বানানো সত্ত্বেও ইউটিউব থেকে তিনি কোনও উপার্জন করেননি।

Advertisement

নলিনী এ-ও দাবি করেছেন, ‘‘অনলাইন প্ল্যাটফর্মগুলিতে পরিচিতি পেতে কিছুটা ভাগ্যের প্রয়োজন। তাই আয়ের প্রাথমিক উত্স হিসাবে এগুলির উপর নির্ভর না করাই বুদ্ধিমানের কাজ। পরের দিন ঘুম থেকে ওঠার আগেই আপনার ‘দোকান’ বন্ধ হয়ে যেতে পারে।!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement