Viral

মাত্র কয়েক সেকেন্ডে একটা আস্ত হরিণ গিলে ফেলল অজগর, দেখুন ভিডিয়ো

ভিডিয়োতে দেখা গিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হরিণটিকে মুখের মধ্যে গিলে ফেলল অজগরটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ২০:০৪
Share:

ভয়াবহ এই দৃশ্য দেখে চমকে গিয়েছেন অনেকেই। ছবি ইনস্টাগ্রাম।

তার পেল্লায় চেহারা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সবুজ ঘাসে মোড়া মাঠের মধ্যে শুয়ে ছিল সে। মাঠে খেলছিল একটি হরিণ। আর তা দেখেই হরিণটিকে এক নিমেষে মুখের মধ্যে গিলে ফেলল সে। এ দৃশ্য দেখে আঁতকে উঠেছেন সকলে।

Advertisement

যার এই পেল্লায় চেহারা, সে হল একটি অজগর। মাঠের মধ্যে তখন লোকজন ছিল। তাঁরা আচমকা দেখলেন, একটা আস্ত হরিণকে কব্জা করে ফেলেছে অজগরটি। কোনও তাড়াহুড়ো নেই তার। রীতিমতো যেন আমোদ করেই হরিণটি খাচ্ছিল সে।

এ নিয়ে একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হরিণটিকে গিলে ফেলল অজগরটি।

Advertisement

হরিণটিকে যখন ধীরে ধীরে মুখের মধ্যে ঢোকাচ্ছে অজগর, তখন তার চারপাশে জড়ো হয়েছেন কয়েক জন ব্যক্তি। তাঁরা ধীর পায়ে হেঁটে অজগরের সামনে এসেছেন। হরিণটিকে যাতে ছেড়ে দেয় অজগর, সে কারণে তার গায়ের উপর আলতো করে হাত দিচ্ছেন কয়েক জন। কিন্তু অজগরটি নিজের মেজাজেই হরিণট মুখের মধ্যে নিয়েছে। এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন অনেকে। তবে ভিডিয়োটি কোন এলাকায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement