Viral

Viral: লেহঙ্গা পরে নিজেই বাইকে চালিয়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন কনে

নিজেই বাইক চালিয়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন কনে। ভিডিয়োতে মজেছেন অনেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৫:০১
Share:

বাইক চালাচ্ছেন কনে। ছবি টুইটার।

পরনে লেহঙ্গা। গলায় নেকলেস। হাতে চুড়ি। মাথায় ওড়না। বিয়ের কনে বলে কথা! এমন সাজেই তো মানাবে তাঁকে। কিন্তু কনের বেশে এই তরুণী যা করলেন, তাতে চমকে গিয়েছেন অনেকে।

Advertisement

নিজেই বাইক চালিয়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন কনে। এ নিয়ে একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, লেহঙ্গা পরে কনের সাজে ওই তরুণী রাস্তায় ফুরফুরে মেজাজে বাইক চালাচ্ছেন। লেহঙ্গা সামলাতে গিয়ে একটু-আধটু অসুবিধা হচ্ছিল ঠিকই। কিন্তু সবটাই সুন্দর ভাবে সামলে নিয়েছেন। বাইক চালাতে তিনি যে পটু, তা ভিডিয়োটি দেখলেই তার আন্দাজ পাওয়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম বৈশালী। তাঁর বাড়ি দিল্লিতে। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেকআপ শিল্পী দীপালি ও কনে বৈশালী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement