প্রতীকী ছবি।
পেঁয়াজ কাটতে গিয়ে অনেক হোমড়া চোমড়াও কেঁদে ভাসান। চোখ বাঁচাতে ঢাউস চশমা পরেও পেঁয়াজ কাটেন কেউ কেউ। কিন্তু তাঁরা তো মানুষ। মনুষ্যেতরদের ক্ষেত্রেও কি পেঁয়াজ একই রকম ঝাঁজালো? টুইটারে একটি পোষা বিড়ালের ভিডিয়ো সেই প্রশ্নের জবাব দিয়েছে বলে মনে করছেন অনেকেই।
ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন বুটেঙ্গে বাইডেন নামে একজন। তাতে দেখা যাচ্ছে রান্নাঘরে পোঁয়াজ কাটছেন তিনি। পাশে বসে তাঁকে সঙ্গ দিচ্ছে ধূসর রঙের তাঁর পোষা বিড়ালটি। কিন্তু পেঁয়াজ কাটা শুরু হতেই তার হাব ভাব বদলাতে শুরু করে। বেশ বোঝা যায়, অস্বস্তিতে পড়েছে সে।
ভিডিয়োয় দেখা যায়, প্রথমে ঝাঁজে চোখ বন্ধ করে ফেলছে বিড়ালটি তারপর চোখ খোলার চেষ্টা করেও শেষপর্যন্ত না পেরে মুখ ঘুরিয়ে নেয় সে। পেঁয়াজের ঝাঁজে বিড়ালকেও এমন নাস্তানাবুদ হতে দেখে মজা পেয়েছেন অনেকে। তবে এত কিছুর পরও বেড়ালটি যে তার মালকিনকে একা ফেলে চলে যায়নি, তা লক্ষ্য করে অবাক হয়েছেন দর্শকেরা।
ভিডিয়োয় দেখা যায়, প্রথমে ঝাঁজে চোখ বন্ধ করে ফেলছে বিড়ালটি তারপর চোখ খোলার চেষ্টা করেও শেষপর্যন্ত না পেরে মুখ ঘুরিয়ে নেয় সে। কিছুক্ষণ পর তাকে মালকিনের দিকে ছলছলে চোখে তাকাতে দেখা যায়। পেঁয়াজের ঝাঁজে বিড়ালকেও এমন নাস্তানাবুদ হতে দেখে মজা পেয়েছেন অনেকে। তবে এত কিছুর পরও বেড়ালটি যে তার মালকিনকে একা ফেলে চলে যায়নি, তা লক্ষ্য করে অবাকও হয়েছেন দর্শকেরা।