ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
প্রয়াগরাজের কুম্ভমেলায় পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু মেলায় প্রবেশ করে মন ভাল নেই তরুণীর। অঝোরে কেঁদেই চলেছেন তিনি। কারণ, তাঁর শাশুড়ি নিরুদ্দেশ। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। মেলার অন্য পুণ্যার্থীরা তরুণীর কান্না দেখে তাঁকে ঘিরে ধরেছেন। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘আপনা_বিহার২২’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণী অঝোরে কেঁদে চলেছেন। কুম্ভমেলায় শাশুড়িকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের তিন পুরুষ সদস্য। তাঁদের মধ্যে এক জনের কাছে মোবাইল ফোন ছিল। কিন্তু চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে পড়ে রয়েছে।
শাশুড়িকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা সেখানকার পুলিশকে জানিয়েছেন তরুণী। মেলায় সেই কথা মাইকে ঘোষণা করে জানানো হবে বলে জানিয়েওছে পুলিশ। তবুও কান্না থামছে না তরুণীর। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ‘‘উনি আমাদের সঙ্গেই ছিলেন। ভিড়ে কোথায় হারিয়ে গেলেন বুঝতে পারছি না। উনি এগিয়ে গিয়েছেন নাকি ওঁকে পিছনে ফেলে এসেছি তা-ও যদি জানতে পারতাম।’’ তরুণীর কান্না দেখে তাঁকে সাহস জোগাতে অন্য এক মহিলা এগিয়ে যান। তরুণীকে আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘চিন্তা করবেন না। আপনার শাশুড়ি যেখানেই থাকুন, ওঁকে খুঁজে বার করবে পুলিশ।’’
ভিডিয়োটি দেখে তরুণীর জন্য দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘আপনি তাড়াতাড়ি আপনার শাশুড়িকে খুঁজে পান এই প্রার্থনাই করি।’’