Viral Video

‘কাঠবিড়ালির কপালে দিলাম ফোঁটা’, রইল তরুণীর অন্য রকম ভাইফোঁটার ভিডিয়ো

প্রদীপ জ্বালিয়েছেন, ঘরের বিভিন্ন কোণ সাজিয়েছেন ফুল দিয়েও। সে সবই ভিডিয়ো করে দেখাচ্ছিলেন তরুণী। হঠাৎ ফোনের ক্যামেরা ঘুরিয়ে দিলেন একটি কাঠবিড়ালির দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১২:৩৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভাই নয়। বরং তরুণীকে ফোঁটা দিতে দেখা গেল ছোট্ট একটি কাঠবিড়ালির কপালে। ফুল দিয়ে ঘরবাড়ি সাজানোর পর ‘ভাই’য়ের মঙ্গলকামনায় প্রদীপও জ্বালান তিনি। কাঠবিড়ালির কপালে ভাইফোঁটা দিয়ে তাকে চুমুও খেলেন ওই তরুণী। সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ওহ_মাই_স্কুইরেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়িতে ভাইফোঁটার আয়োজন করছেন এক তরুণী। প্রদীপ জ্বালিয়েছেন, ঘরের বিভিন্ন কোণ সাজিয়েছেন ফুল দিয়ে। সে সবই ভিডিয়ো করে দেখাচ্ছিলেন তরুণী। হঠাৎ ফোনের ক্যামেরা ঘুরিয়ে দিলেন একটি কাঠবিড়ালির দিকে।

পরে দেখা গেল, সেই কাঠবিড়ালির কপালেই ফোঁটা দিলেন তিনি। তার পর কাঠবিড়ালিটির কপালে চুমুও এঁকে দিলেন। ভিডিয়োটি পোস্ট করে ওই তরুণী লেখেন, ‘‘আমাদের ভাল কর্মের ফল। আমাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য তোমায় ধন্যবাদ।’’

Advertisement

আসলে ওই কাঠবিড়ালিটি তরুণীর পোষ্য। ‘ওহ_মাই_স্কুইরেল’ নামের অ্যাকাউন্টটিও ওই তরুণীর। সেখানে তরুণী তাঁর পোষ্য কাঠবিড়ালিকে নিয়ে নানা ধরনের ভিডিয়ো পোস্ট করেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় অনুগামীর সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীদের অধিকাংশ ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটাগরিক বলেছেন, ‘‘ভিডিয়োটি খুব সুন্দর। ভাইফোঁটা উপলক্ষে এমন মিষ্টি ভিডিয়ো দেখে আমার মন ভরে গেল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement