Brain Teaser

কে বেশি জল আনতে পারবেন? ছবিটি খুঁটিয়ে দেখে সঠিক উত্তর দিন তো!

প্রশ্ন দেখেই বুঝতে পারছেন? উত্তর সহজ সরল হবে না। তবে উত্তর খোঁজা খুব কঠিনও নয়। শুধু ছবিটি মন দিয়ে দেখতে হবে। তা হলেই চোখে পড়বে জবাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ১৮:৩৬
Share:

ছবি: সংগৃহীত।

এই ধাঁধা শুধু ছবির মধ্যে থেকে জিনিস খুঁজে বার করার ধাঁধা নয়। তাই শুধু পর্যবেক্ষণ ক্ষমতা নয়, উপস্থিত বুদ্ধিও প্রয়োগ করতে হবে।

Advertisement

ছবি: সংগৃহীত

উপরের ছবিতে দেখা যাচ্ছে, দুই মহিলা দু’হাতে দু’টি পাত্রে জল ভরে নিয়ে আসছেন। একজনের হাতে লোহার বালতি। অন্য জনের হাতে পশুদের জল খাওয়ার কাঠের পাত্র।

লোহার বালতির থেকে কাঠের পাত্রটি আকারে বড়। এখন প্রশ্ন হল, কে বেশি জল বয়ে নিয়ে আসতে পারবেন?

Advertisement

প্রশ্ন দেখেই বুঝতে পারছেন? উত্তর সহজ সরল হবে না। তবে উত্তর খোঁজা খুব কঠিনও নয়। শুধু ছবিটি মন দিয়ে দেখতে হবে। তা হলেই চোখে পড়বে জবাব।

ছবি: সংগৃহীত

একটু খেয়াল করলেই দেখা যাবে, কাঠের পাত্রে জল ভরে নিয়ে চলা মহিলার পাত্র থেকে চুঁইয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। অর্থাৎ গন্তব্য পৌঁছতে পৌঁছতে জলের অনেকটাই পড়ে যাবে। অন্য দিকে, লোহার বালতিটি নিশ্ছিদ্র। ফলে তার জল পুরোটাই পৌঁছবে গন্তব্যে।

ফলে উত্তর হল, লোহার বালতি বয়ে নিয়ে যাওয়া মহিলা বেশি জল আনতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement