আপনার কাজ অন্য রঙের আকৃতিকে খুঁজে বার করা। ছবি: সংগৃহীত।
সবুজ রঙের গোল্লায় ভরে আছে ছবির আগাপাশতলা। টিয়া সবুজ রঙের এক একটি ভরাট বৃত্ত। অধিকাংশই এক রঙা। তবে মাঝে সামান্য রঙের ফারাকও রয়েছে কয়েকটিতে। সেগুলো মিলে তৈরি করেছে একটি আকৃতি।
আপনার কাজ ওই অন্য রঙের আকৃতিকে খুঁজে বার করা। একই সঙ্গে দেখতে হবে কতক্ষন লাগছে ওই অন্য রঙের আকৃতিকে খুঁজে পেতে।
মস্তিষ্কের বিশেষজ্ঞরা বলছেন, ৫ সেকেন্ডের মধ্যে সূক্ষ্ম রঙের ফারাক ধরতে পারলে, বুঝতে হবে আপনার পাখির চোখে দৃষ্টিশক্তি প্রখর। কারণ, অনেক সময় অনেক রং আমাদের মস্তিষ্ককে ভুল পথে চালিত করতে পারে।
এই ছবিতেও হালকা এবং গাঢ় সবুজ সেই একই কাজ করেছে। আপনি কতক্ষণে আলাদা করতে পারলেন দুটি রং? নাকি পারলেন না? রইল সমাধান।