Viral Video

ট্রেনের ভিতরেই ‘ঝর্না’! দিল্লিগামী এক্সপ্রেসের ভিডিয়ো প্রকাশ করে রেলমন্ত্রীকে কটাক্ষ করল কংগ্রেস

মধ্যপ্রদেশ থেকে জবলপুর নিজ়ামউদ্দিন এক্সপ্রেস দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রার পথে এসি কামরার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বিকল হয়ে যাওয়ায় সেখান থেকে জল পড়তে শুরু করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মধ্যপ্রদেশ থেকে দিল্লির উদ্দেশে ছুটে চলেছে ট্রেন। ট্রেনের কামরায় যাত্রীরা বিরক্ত হয়ে বসে রয়েছেন। কারণ ট্রেনের ভিতরে ‘ঝর্না’র জল ঝরে চলেছে। রেল মন্ত্রক নাকি ট্রেনের কামরায় যাত্রীদের বিনামূল্যে ঝর্না পরিষেবা দিচ্ছে বলে দাবি করে কটাক্ষ করেছে কংগ্রেস। সোমবার সন্ধ্যায় কংগ্রেসের তরফে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ট্রেনের একটি এসি কামরার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। তাকেই ঝর্নার সঙ্গে তুলনা করেছে কংগ্রেস। ভিডিয়োটি পোস্ট করার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘‘মন্ত্রীমশাই, কী দারুণ ব্যাপার। আপনি তো দেখছি ট্রেনের যাত্রীদের জন্য ঝর্নার সুবিধা দিয়ে দিয়েছেন! এই অদ্ভুত ঝর্নাটি জবলপুর নিজামউদ্দিন এক্সপ্রেস ট্রেনে দেখা গিয়েছে। লোকজন যাত্রাও করবেন, আবার ঝর্নার সৌন্দর্যও উপভোগ করবেন। দুর্দান্ত!’’

Advertisement

জবলপুর রেলের এক উচ্চপদস্থ কর্তার নজরে পড়ার পর তিনি জানিয়েছেন, গন্তব্যস্থলে পৌঁছনোর পর বিকল যন্ত্র মেরামত করা হবে। জানা যায়, মধ্যপ্রদেশ থেকে জবলপুর নিজামউদ্দিন এক্সপ্রেস ট্রেনটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রাপথে এসি কামরার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বিকল হয়ে যাওয়ায় সেখান থেকে জল পড়তে শুরু করে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ঝর্নার জন্য আশা করি রেল কর্তৃপক্ষ আলাদা করে কোনও ভাড়া নিচ্ছেন না। যাত্রীরা একটু সাবধানে থাকবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement