ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিয়েবাড়িতে অতিথিদের ভিড়। বরপক্ষ এবং কনেপক্ষের সকলেই সাজগোজ করে এসেছেন। বর-বৌকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে খাবারের জায়গায় পৌঁছতেই চোখ ছানাবড়া অতিথিদের। বসার আসন কই? অতিথিদের বসার জন্য রয়েছে স্রেফ নারকেলের খোল! তার মধ্যেই বসে খাওয়াদাওয়া করতে হবে অতিথিদের। শুধু তাই নয়, খাবার পরিবেশনও করা হবে নারকেলের খোলের উপর। সমাজমাধ্যমে বিয়েবাড়ির এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক— সমাজমাধ্যমের অধিকাংশ জায়গায় বিয়েবাড়ির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, নারকেলের খোলের মধ্যে বসে রয়েছেন অতিথিরা। সামনেও লম্বা ভাবে দাঁড় করানো রয়েছে নারকেলের একটি খোল। তার উপর পাতা রয়েছে কলাপাতা। সেই পাতায় খাবার পরিবেশন করা হচ্ছে।
ভিডিয়ো থেকে জানা গিয়েছে, এই ঘটনাটি তামিলনাড়ুর। নারকেলের এক ব্যবসায়ীর পরিবারে এই বিয়ে হচ্ছে। তাই চেয়ার থেকে শুরু করে টেবিল— সব কিছুই নারকেলের খোলের আকার অনুকরণ করে তৈরি করা।
ভিডিয়োটি দেখে এক খাদ্যপ্রেমী বলেছেন, ‘‘এমন ভাবে দক্ষিণ ভারতীয় খাবার চেখে দেখার অভিজ্ঞতাও দারুণ।’’ আবার অন্য এক নেটাগরিক বলেছেন, ‘‘খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। বুদ্ধিদীপ্ত ব্যাপার।’’