ছবি: এক্স থেকে নেওয়া।
কথায় আছে, মায়ের ভালবাসার চেয়ে বড় কিছু হয় না। সন্তানের জন্য মায়েরা বহু অসম্ভবই সম্ভব করে ফেলতে পারে। পশুরাও সেই ব্যাপারে পিছিয়ে নেই। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো সেটাই প্রমাণ করল। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার মধ্যে অসুস্থ সন্তানকে মুখে করে নিয়ে পশু চিকিৎসালয়ে এসেছে সারমেয় মা। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তানবুলে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুষলধারায় ব়ৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি পেরিয়ে একটি সারমেয় মুখে করে তার ছানাকে নিয়ে আসছে। এনে রাখল পোষ্য চিকিৎসালয়ের দরজায়। মুখে থাকা পুচকে কুকুরটি অসুস্থ। তাই বাকি মা-দের মতো চারপেয়ে মা-ও তার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। শাবকটিকে এনে কুকুরটি পশু চিকিৎসালয়ের দরজার সামনে রেখে ভিতরে উঁকিঝুঁকি মারতে থাকে। প্রথমে সেখানকার লোকেরা ব্যাপারটা বুঝতে পারেননি। কিছু ক্ষণ পর তাঁরা বেড়িয়ে এসে দেখেন একটি কুকুর তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শাবকটি অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে দেখে তাঁরা সেটিকে ভিতরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন। ত়ড়িঘড়ি শাবকের মা-ও তাঁদের পিছু পিছু ভিতরে যায়। মাঝেমধ্যে আবার উঁকি মেরে দেখতে থাকে তাঁরা ঠিকঠাক তার বাচ্চার যত্ন নিচ্ছেন কি না। সময়মতো সঠিক চিকিৎসা পেয়ে অসুস্থ শাবকটি সুস্থ হয়ে ওঠে। চারপেয়ে মা তার বাচ্চাদের নিয়ে এখন সেই চিকিৎসালয়েই থাকে। এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।
‘ডিডব্লুউ নিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৬ হাজার নেটাগরিক ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটিতে প্রচুর লাইক এবং কমেন্ট পড়েছে। বাচ্চাদের প্রতি মা সারমেয়র এই দায়িত্ব নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে।