সাপের পিঠে ব্যাঙ। ছবি: এক্স থেকে নেওয়া।
সাপ ব্যাঙ খায়। পৃথিবীর খাদ্য-খাদক সম্পর্কের নিয়ম অন্তত তেমনটাই বলে। তবে সেই নিয়মকেই পাল্টে দিল একটি ব্যাঙ। সাপের উদরপূর্তি করার বদলে সাপটিকেই বাহন করে পিঠে চেপে পড়ল সে। সাপও নিজের খাদ্যকে পিঠে চাপিয়ে দিব্যি এঁকেবেঁকে চলে গেল। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কী করে এমনটা হয়, ভিডিয়ো দেখে এই প্রশ্নও তুলেছেন অনেকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, লম্বা লম্বা ঘাসের উপর দিয়ে চলে বেড়াচ্ছে একটি সাদা রঙের সাপ। যেমন লম্বা, তেমনই চওড়া সেই সাপ। তবে অবাক করার বিষয় হল যে, ওই সাপটির পিঠে একটি ব্যাঙ চড়ে রয়েছে। বাহনের পিঠে চড়ে সে-ও এগিয়ে চলছে। শিকার যে পিঠে চেপে রয়েছে, তা নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি সাপটিকেও।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল ‘নেচার ইজ় আমেজিং’ থেকে পোস্ট করা ১০ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক জন ব্যবহারকারী পুরো বিষয়টিকে ‘সাপ ট্যাক্সি’ হিসাবে ব্যাখ্যা করেছেন। অনেকে আবার ব্যাঙটির নাম দিয়েছেন ‘খতরোঁ কে খিলাড়ি’।