Viral Video

ছ’দিন ধরে নিখোঁজ মালিক, খুঁজে পেয়ে কান্নায় ভাসল সারমেয়! ওয়েনাড়ের মন ভাল করা ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োটিতে দেখা গিয়েছে খাবারের অভাবে দুর্বল হয়ে যাওয়া একটি কুকুর মালিককে খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এ দিক-ও দিক ঘুরছে। অবশেষে সে নিজের মালিককে খুঁজে পায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ১০:২৯
Share:

ছবি: সংগৃহীত।

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ছ’দিন ধরে নিখোঁজ মালিক। হন্যে হয়ে খুঁজছিল পোষ্য সারমেয়। অবশেষে খোঁজ মিলল। মালিককে দেখতে পেয়ে আনন্দে ঝাঁপিয়ে পড়ল সে। চলল দীর্ঘ ক্ষণ ধরে আদর। ভারী বর্ষণ এবং ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়ে দেখা মিলল এমনই দৃশ্যের। পুরো ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে খাবারের অভাবে দুর্বল হয়ে যাওয়া একটি কুকুর মালিককে খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এ দিক-ও দিক ঘুরছে। অবশেষে সে নিজের মালিককে খুঁজে পায়। লাফিয়ে উঠে পড়ে তার গায়ে। পোষ্যকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মালিকও। কান্নায় ভেঙে পড়েন তিনি। এর পর বহু ক্ষণ ধরে চলে আদর, পাল্টা আদর।

সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশও। অনেকে সারমেয়টির প্রশংসায় মুখর হয়েছেন।

Advertisement

কেরলের ওয়েনাড় জেলায় ভূমিধসের কারণে মুন্ডাক্কাই এবং চূড়ালমালা গ্রামে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ। জলের তোড়ে ভেসে গিয়েছে অনেকের ঘর। সেনা, নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেরল পুলিশ এবং বন দফতরের দলগুলি ধ্বংসযজ্ঞের মধ্যে এখনও নিখোঁজদের খুঁজে বার করার চেষ্টা করে চলেছে। সেই পরিস্থতিতেই প্রকাশ্যে এল ভিডিয়োটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement