—প্রতিনিধিত্বমূলক ছবি।
বিশ্বের অন্যতম বিষধর সাপ হিসাবে পরিচিত ব্ল্যাক মাম্বা। কিন্তু সেই সাপের সঙ্গেই ধুন্ধুমার বাধল একটি কুমিরের। হিংস্র কুমিরটিকে দেখে ব্ল্যাক মাম্বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও লাভ হল না। নদী থেকে উঠে সাপটিকে তাড়া করল কুমির। জলকাদার মধ্যে ‘যুদ্ধ’ চলল বেশ কিছু ক্ষণ। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর ধারে ঘুরে বে়ড়াচ্ছে একটি ব্ল্যাক মাম্বা। তাকে সেখানে দেখেই ধেয়ে যায় কাছে থাকা একটি কুমিরের। সাপটি দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেও কুমিরটি তাকে ধাওয়া করে। নদীর পাড়ে সাপটির উপর হামলা চালায় কুমির। লড়াই চলে তাদের মধ্যে। যদিও ঘটনাটি কোথায় ঘটেছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
মাত্র কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে। ১১ হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। মন্তব্যও করেছেন বহু মানুষ।