ছবি: সংগৃহীত।
বাসস্ট্যান্ডে বসে আপন মনে মোবাইলে মগ্ন হয়েছিলেন এক যুবক। টেরই পাননি সাক্ষাৎ মৃত্যু এগিয়ে আসছে তাঁর দিকে। কোনও কিছু বোঝার আগেই, বিশাল এক বাস তাঁর বুকের উপর উঠে যায়। মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে কেরলের কাট্টাপান্না বাসস্ট্যান্ড এলাকায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘ঘর কা কালেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি ৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছে। ভয়ঙ্কর এই ঘটনা দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি মাত্র দু’দিনের মধ্যে ৩ লাখের বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক বাসস্ট্যান্ডের একটি বেঞ্চে মোবাইল নিয়ে বসে ছিলেন। মোবাইল নিয়ে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে বুঝতেই পারেননি একটি বাস তাঁর দিকে এগিয়ে আসছে। আচমকাই বাসটি সটান তাঁর বুকের উপর উঠে যায়। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন ঘটনার আকস্মিকতায় চমকে উঠে সরে যান। চালক সঙ্গে সঙ্গে তাঁর ভুল বুঝতে পেরে বাসটিকে পিছিয়ে নিয়ে যান। মারাত্মক আঘাতের হাত থেকে রক্ষা পান যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর হাঁটুতে চোট পেয়েছেন তিনি। ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়া, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই যুবক।