Viral Videos

Viral: জ্যাকলিনের মতোই উদ্দাম উমা! ‘মুঝে তো তেরি... ’, গানে নাচলেন বিমানসেবিকার পোশাকেই

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিয়ো শেয়ার করেছেন উমা। তা দেখে অনেকেরই মত, নাচের ভঙ্গিতে জ্যাকলিনকেও যেন ছাপিয়ে গিয়েছেন এই তরুণী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মে ২০২২ ১৯:৩০
Share:

তুমুল নাচে উমা মীনাক্ষী। ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের অন্দরে ‘আগুন’ ঝরালেন এক বিমানসেবিকা! পরনে গাঢ় লাল আর কালোয় মেশানো আঁটো পোশাক। টান টান খোলা চুল। গলায় ঝুলছে পরিচয়পত্র। তবে এই কেজো পোশাকেই ‘অকাজ’ করলেন উমা মীনাক্ষী। বিমানসেবিকার পোশাকেই তুমুল নাচলেন ‘মুঝে তো তেরি লত লগ গয়ি... ’ গানে। জ্যাকলিন ফার্নান্ডেজের ছবির ওই গানে উমার ‘বিস্ফোরণ’ দেখে অনেকেরই মাথা ঘুরে যাচ্ছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিয়ো শেয়ার করেছেন উমা। তা দেখে অনেকেই মনে করছেন, নাচের ভঙ্গিতে জ্যাকলিনকেও যেন ছাপিয়ে গিয়েছেন ২৩ বছরের তন্বী তরুণী। উমার কীর্তি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

Advertisement

এই প্রথম নয়। এর আগেও নেটমাধ্যমে হুল্লোড় করেছেন স্পাইসজেটের এই বিমানসেবিকা। ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে তুমুল নেচেছিলেন তিনি। লক্ষ লক্ষ জনের মনে ধরেছিল তা।

পেশায় তিনি মডেলও বটে। নেশা, রিল তৈরি করা। ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যাও কিছু কম নয়। ইতিমধ্যেই ৮ লক্ষ ৮৩ হাজারেরও বেশি উমার অ্যাকাউন্টটি পছন্দ করেন। জ্যাকলিনের অ্যাকশন থ্রিলার ছবি ‘রেস ২’-র গানে তাঁর নিঁখুত নাচ দেখার পর এ বার হয়তো তাঁর সেই সংখ্যাও লাফিয়ে বাড়বে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement