Viral Video

বাইকে থেকে ফোম স্প্রে তরুণের, ফেনায় ভরে গেল বৃদ্ধের চোখ-মুখ! প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নওয়াবাদের এলিট চিত্রা রোড উড়ালপুলের কাছের ব্যস্ত রাস্তা দিয়ে সাইকেলে দু’টি বস্তা চাপিয়ে চলেছেন এক বৃদ্ধ। ঠিক সেই সময়ই দুই তরুণ বাইকে চেপে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪২
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

রিল বানানোর উন্মাদনায় চলন্ত বাইক থেকে সাইকেলে সওয়ার বৃদ্ধের মুখে ফোম স্প্রে! গ্রেফতার এক তরুণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির নওয়াবাদ থানা এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নওয়াবাদের এলিট চিত্রা রোড উড়ালপুলের কাছের ব্যস্ত রাস্তা দিয়ে সাইকেলে দু’টি বস্তা চাপিয়ে চলেছেন এক বৃদ্ধ। ঠিক সেই সময়ই দুই তরুণ বাইকে চেপে আসে। বাইকের পিছনে বসে থাকা তরুণ একটি ফোমের বোতল নিয়ে বৃদ্ধের মুখে স্প্রে করেন। ফেনায় ভরে যায় বৃদ্ধের চোখ, মুখ। সাইকেল থেকে পড়েই যাচ্ছিলেন তিনি। অন্য দিকে, ওই দুই তরুণ হাসতে হাসতে বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যান। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভি়ডিয়োটি ঝাঁসি পুলিশেরও নজরে আসে। এর পরেই তড়িঘড়ি বৃদ্ধের মুখে ফোম স্প্রে করা তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।

তবে, এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটিতে হাজার হাজার লাইকও পড়েছে। ওই যুবকের কাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার তরুণ প্রজন্মের মধ্যে রিল তৈরির উন্মাদনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement