Viral Video

প্রাণ নেই! কফিন থেকে হঠাৎ লাফিয়ে উঠে বসলেন ‘মৃত’ তরুণী, তার পর…

কফিনের ভিতর শুয়ে থাকার পর আবার উঠে বসেন সেই তরুণী। কয়েক সেকেন্ড বসে থাকার পর আবার বুকের সামনে হাত জড়ো করে কফিনের মধ্যেই শুয়ে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১০:০৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কফিনের ভিতর রয়েছে তরুণীর ‘মৃতদেহ’। কিন্তু তাঁর চোখ খোলা। হঠাৎ কফিনের ভিতর লাফিয়ে উঠে বসে পড়লেন সেই ‘মৃত’ তরুণী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ড্রামাঅ্যালার্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কফিনের মধ্যে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ উঠে বসে পড়লেন ‘মৃত’ তরুণী। ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভয় ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। নেটাগরিকদের একাংশ ভেবেছিলেন যে, মৃত্যুর পর হঠাৎ প্রাণ ফিরে পেয়েছেন ওই তরুণী। তবে এই ‘ভূতুড়ে’ ভিডিয়োর রহস্য সমাধান হল খানিক পরেই।

আরও একটি ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে দেখা যায় যে, কফিনের ভিতর শুয়ে থাকার পর আবার উঠে বসেন সেই তরুণী। কয়েক সেকেন্ড বসে থাকার পর আবার বুকের সামনে হাত জড়ো করে কফিনের মধ্যেই শুয়ে পড়েন তিনি। ভিডিয়োটি পোস্ট করে জানানো হয় যে, তরুণী মারা যাননি। আসলে এটি একটি নাটকের অংশ। ভিডিয়োর অংশটুকু পুরোটাই পারফরম্যান্স। সত্য জানার পর নেটব্যবহারকারীদের একাংশ রেগেও যান। এক নেটাগরিক বলেন, ‘‘এমন ভাবে লোকজনকে বোকা বানানোর কোনও অর্থ হয় না। এমন করা অন্যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement