Viral Video

এলাকা দখলের লড়াইয়ে দুই বাঘ! আঁচড়ে, কামড়ে চলল ‘যুদ্ধ’, কানহা জাতীয় উদ্যানের ভিডিয়ো ভাইরাল

সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে মনের সুখে লেজ দুলিয়ে হেঁটে বেড়াচ্ছে দু’টি বাঘ। কেউ কাউকে বিশেষ পাত্তা দিচ্ছে না। কিন্তু একে অপরের মুখোমুখি হতেই দু’জনেই চটে গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পশুদের মধ্যে এলাকা দখলের লড়াই কোনও নতুন বিষয় নয়। পথকুকুরদের মধ্যে হামেশাই এলাকা দখলের জন্য ‘যুদ্ধ’ বাধে। এমনকি, পাড়ার হুলো বেড়াল অন্য পাড়ায় গিয়ে কর্তৃত্ব ফলাতে চাইলে তাদের মধ্যেও ঝামেলা বাধে। তবে এই বিষয়ে বাঘেরা অনেক এগিয়ে। জঙ্গলে ঘুরতে ঘুরতে নিজের এলাকা ভুলে অন্য বাঘের এলাকায় পৌঁছে গেলে তারাও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সম্প্রতি মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে সে রকমই একটি ঘটনা ঘটেছে। এলাকা দখলের জন্য লড়াই করতে দেখা গিয়েছে দুই বাঘকে। লড়াইয়ের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে মনের সুখে লেজ দুলিয়ে হেঁটে বেড়াচ্ছে দু’টি বাঘ। কেউ কাউকে বিশেষ পাত্তা দিচ্ছে না। কিন্তু একে অপরের মুখোমুখি হতেই দু’জনেই চটে গেল। মেজাজ বিগড়ে হামলে পড়ে একে অপরের উপর। সামনের দু’পা তুলে থাবার সাহায্যে জোরদার লড়াই চলে তাদের মধ্যে। একে অপরকে কামড়ও দেয়। সঙ্গে গলা ছেড়ে হুঙ্কারও দিতে থাকে বাঘমামারা। পলকে রণক্ষেত্র হয়ে উঠে কানহার জঙ্গল। কিছু ক্ষণ পর দু’জনেই হাঁপিয়ে গেলে লড়াই থামিয়ে আবারও নিজেদের পথে হাঁটা লাগায় তারা। দেখে মনে হল যেন, লড়াইয়ের মাঝে নিজেদের মধ্যে বনিবনা করে যে যার পথে পাড়ি দিয়েছে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োয় যে দু’টি বাঘকে দেখা গিয়েছে, তাদের নাম ‘টি১৫৯’ এবং ‘টি১৪৭’। শুক্রবার সকালে কানহা ব্যাঘ্র প্রকল্পের সারহি জ়োনে এলাকা দখলের উদ্দেশ্যে তাদের মধ্যে ঝামেলা বাধে। কানহা আর্ন্তজাতিক উদ্যানে ঘুরতে যাওয়া পর্যটকেরা বাঘেদের সেই লড়াইয়ের সাক্ষী থাকেন। তাঁদেরই এক জন ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেটি। ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement