Viral Video

সোনা দিয়ে বাঁধানো দাঁতে খোদাই করে লেখা নিজের নাম! সোনার ঝলকানিতে হোঁচট খেল সমাজমাধ্যম

দুর্মূল্যের এই বাজারে মধ্যবিত্ত যখন সোনা দিয়ে গয়না বানানোর কথা ভাবতেই ভয় পাচ্ছেন, তখনই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ল সোনা দিয়ে বাঁধানো দাঁতের একটি ভিডিয়ো। তা-ও যে সে দাঁত নয়, স্বর্ণখচিত সেই দাঁতের উপর খোদাই করে মালিকের নামও লেখা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৩:৪২
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সোনার দাম শুনলে বেশির ভাগ মানুষের কপালেই চিন্তার ভাঁজ পড়তে দেখা যায়। সোনার গয়না বানাতে গেলেও ভেবেচিন্তে সেই সিদ্ধান্ত নিতে হয়। দুর্মূল্যের এই বাজারে মধ্যবিত্ত যখন সোনা দিয়ে গয়না বানানোর কথা ভাবতেই ভয় পাচ্ছেন, তখনই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ল সোনা দিয়ে বাঁধানো দাঁতের একটি ভিডিয়ো। স্বর্ণখচিত সেই দাঁতের উপর আবার খোদাই করে নিজের নামও লিখিয়েছেন মালিক। সম্প্রতি এই রকমই একটি ভিডিয়ো সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজন নামের এক তরুণ দন্ত্যচিকিৎসালয়ের ভিতরে চেয়ারের উপর বসে রয়েছেন। কিন্তু তিনি আর পাঁচ জন সাধারণ মানুষের মতো দাঁতের চিকিৎসা করাতে সেখানে যাননি। তাঁর প্রিয় দাঁতগুলিকে সোনায় মোড়ানোর জন্য গিয়েছেন। ভিডিয়োয় সোনাপ্রেমী সেই তরুণের সঙ্গে অপর এক জন তরুণকেও দেখা গিয়েছে। তিনিই সেই তরুণের দাঁত সোনায় মুড়িয়ে দিয়েছেন। প্রথমে তিনি ‘রাজন’ নাম খোদাই করা দাঁতের আদলে তৈরি সোনার ক্যাপটি একটি নকল দাঁতের পাটির মধ্যে পরিয়ে দেখলেন। তার পর রাজনের উপরের পাটির সামনের ছ’টি দাঁতে তাঁর নাম খোদাই করা সেই সোনার দাঁতের ক্যাপ পরিয়ে দিলেন। সোনাঝরা হাসি হাসতে হাসতে হাতে একটি আয়না নিয়ে নিজেকে দেখতে থাকলেন রাজন। মনে মনে হয়ত নিজের স্বর্ণোজ্জ্বল হাসির প্রশংসাই করলেন।

‘রজন_ইঙ্ক_ট্যাটুস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর শেয়ার হয়েছে। নেটমাধ্যম জুড়ে হইহই রব উঠেছে রাজনের সোনার দাঁতের ঝলকে। এক জন নেটাগরিক সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘‘কেউ নাম জিজ্ঞাসা করলে তাঁকে নিজের দাঁত দেখিয়ে দিয়ো।’’ অন্য এক জন বলেছেন, ‘‘তুমি মরে যাওয়ার পর মানুষ সবার প্রথমে তোমার দাঁত খুলে নেবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement