ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
দু’মুখো সাপ! বাঙালিদের শব্দভান্ডারে বিপুল জনপ্রিয় এবং বহুল প্রচলিত এই শব্দবন্ধ ব্যবহৃত হয় প্রকাশ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলেও আড়ালে খারাপ কথা বলা ব্যক্তির জন্য। বাস্তবে এই ধরনের সাপের দেখা মিললেও তারা খুবই বিরল। মূলত জিনগত সমস্যার জন্য সাপের দু’টি মাথা হয়। সম্প্রতি এমনই একটি সাপের দেখা মিলল যার দু’টি মুখ। সমাজমাধ্যমে এই দু’মুখো সাপের একটি ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করেছেন আমেরিকার এক চিড়িয়াখানার মালিক জে ব্রুয়ার। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’মুখো একটি সাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জে। নেড়েচেড়ে দেখাচ্ছেন সাপটিকে। অন্য দিকে সাপটি রাগে ফোঁস ফোঁস করছে। জে-র আঙুলে কামড়ও বসায় সে। ইনস্টা পোস্টে জে লিখেছেন, “দু’মুখো সাপ আমায় কামড়েছে। সাপটি খুবই রাগী। আমাকে দু’জনের রাগের মোকাবিলা করতে হচ্ছে। ওরা আমাকে কামড়েই ছাড়বে।’’
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দু’মুখো সাপ খুবই বিরল। কারণ, ভ্রূণ থাকার সময় জাইগোট ভেঙে মনোজাইগোটিক টুইন হয়। যাতে একই রকম দেখতে যমজের জন্ম হয়। যদি জাইগোটের ঠিকঠাক ভাঙন না হয় বা যদি মাঝপথেই পদ্ধতিটা বন্ধ হয়ে যায়, তা হলে এই রকম জোড়া বাচ্চার জন্ম হয়। এই অস্বাভাবিকতা সমস্ত প্রাণীর ক্ষেত্রেই সম্ভব। তবে সাধারণত এই অবস্থায় বেশি দিন বাঁচে না তারা।
জে-র পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইকের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। অনেকে বিস্ময় প্রকাশও করেছেন।