Viral Video

ভয়ঙ্কর যুদ্ধ না আদুরে চুমু? দুই গোখরোর শরীরী প্যাঁচ দেখে প্যাঁচে নেটাগরিকেরা! প্রকাশ্যে ভিডিয়ো

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োই দেখা গিয়েছে, একে অপরের দিকে ফণা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে দু’টি বিশাল গোখরো। হঠাৎ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। দু’জনে দু’জনের মুখ কামড়ে ধরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৩:৩৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

দুই গোখরোর ভয়ঙ্কর লড়াই! মারামারি করতে করতে একে অপরকে পেঁচিয়েই ফেলল তারা। ভয়ধরানো সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একে অপরের দিকে ফণা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে দু’টি বিশাল গোখরো। হঠাৎ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। দু’জনে দু’জনের মুখ কামড়ে ধরে। চলতে থাকে ‘যুদ্ধ’। ধুন্ধুমার লড়াইয়ের মাঝে দু’জনে দু’জনকে পেঁচিয়েও ধরে। এর পর অপেক্ষাকৃত ছোট সাপটি ময়দান ছেড়ে পালিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত কয়েক দিনে সাপের লড়াইয়ের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের ভিডিয়োটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। অনেকে অনেক মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘লড়াইয়ে কে জিতল, সেটাই তো বুঝতে পারলাম না।’’ নেটাগরিকদের একাংশের মতে আবার আদপেই লড়াই করেননি গোখরো দু’টি। বরং একে অপরকে চুমু খাচ্ছিল। এক জন লিখেছেন, “কোনও লড়াই হচ্ছে না। ওরা চুমু খাচ্ছিল।”

Advertisement

প্রসঙ্গত, গোখরো বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ। এর বিষে নিউরোটক্সিন থাকে। গোখরোর কামড়ে হৃৎস্পন্দন থেমে যেতে পারে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement