Viral Video

আসনে শুয়ে পা দিয়ে ট্রাক চালাচ্ছেন চালক! ভাইরাল ভিডিয়োয় ‘রজনীকান্ত’কে খুঁজে পেল নেটদুনিয়া

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ওই চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতেও সরব হয়েছেন অনেকে। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তা। একের পর এক গাড়ি আসছে সামনে দিয়ে। তার মধ্যেই আসনে টান টান হয়ে শুয়ে হাতের বদলে পা দিয়ে ট্রাক চালাচ্ছেন এক চালক! তামিলনাড়ুর এমনই এক ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। যদিও ঘটনাটি কবে ক্যামেরাবন্দি হয়েছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে মাঝারি গতিতে ছুটে চলেছে একটি ট্রাক। তবে সেই ট্রাকের চালক আরাম করে শুয়ে রয়েছেন আসনে। হাতের বদলে পা দিয়ে ট্রাকের স্টিয়ারিং নিয়ন্ত্রণ করছেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রাকটি তামিলনাড়ুর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ওই চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতেও সরব হয়েছেন অনেকে। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক জন লিখেছেন, ‘‘টেসলার অটোপাইলট ভুলে যান। তামিলনাড়ুর রজনীকান্তের স্টাইলে গাড়ি চালানো দেখুন।’’ উল্লেখ্য, বুধবার ‘ঘর কে কালেশ’ নামে জনপ্রিয় এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ৩৫ হাজারেরও বেশি মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইকের বন্যাও বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement