viral video

সাপ তো নয় যেন খেলনা! রং-বেরঙের ভয়ঙ্কর প্রাণী নিয়ে খেলায় মাতল দুই খুদে, রইল ভিডিয়ো

৮ এবং ১০ বছরের দুই স্কুলছাত্রী তাদের স্কুলের পোশাকের মধ্যে ছোট ছোট সাপ নিয়ে বসে রয়েছে। বেশ কয়েকটি সাপ নিয়ে মুখে, মাথায়, কোলে জড়িয়ে নিয়ে আদর করতে দেখা গিয়েছে তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৬
Share:
girls pick up the reptiles all together and starts playin

—প্রতীকী ছবি।

সাপ শব্দটা শুনলেই মনের মধ্যে তৈরি হয় আতঙ্ক। সরীসৃপটিকে দেখলেই শত হস্ত দূরে চলে যান অনেকে। এর উল্টো দৃশ্যও সমাজমাধ্যমে প্রায়শই চোখে পড়ে। সাপ নিয়ে নানা বিপজ্জনক খেলাও করতে দেখা যায় অনেককে। তেমনই একটি ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োয় দেখা গিয়েছে, ৮ এবং ১০ বছরের দুই স্কুলছাত্রী তাদের স্কুলের পোশাকের মধ্যে ছোট ছোট সাপ নিয়ে বসে রয়েছে। বেশ কয়েকটি সাপ নিয়ে মুখে, মাথায়, কোলে জড়িয়ে নিয়ে আদর করতে দেখা গিয়েছে তাদের। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার আনলাইন।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে লাল, কমলা, হলুদ, কালো বিভিন্ন রঙের সাপ পোশাকের আড়ালে লুকিয়ে রেখেছ এক বালিকা। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে সাপগুলিকে কোলের মধ্যে রেখে খেলা করছে সে। তার পরই সেখানে আসে আরও এক বালিকা। প্রথম মেয়েটি তার মুখে পর পর দু’টি সাপ রাখে। সাপগুলি তার মুখের উপরই ঘুরে বেড়ায়। দ্বিতীয় মেয়েটিকে তার মুখের উপর একটি বড় কালো সাপ রাখতে দেখা গিয়েছে ভিডিয়োয়। সেই দৃশ্য দেখে মনে হতে পারে ভয়ঙ্কর কোনও প্রাণী নয়, যেন খেলনা নিয়ে খেলা করছে তারা। ভিডিয়ো দেখে অনেক সমাজমাধ্যম ব্যবহারকারীই মনে করছেন এই সাপগুলি নির্বিষ। আর মেয়ে দু’টি ছোট থেকেই সাপ নিয়ে নাড়াচাড়া করতে অভ্যস্ত।

ভিডিয়োটি কোথায় তোলা তা জানা যায়নি। ‘কেনজ় ডট পেটজ়’ নামের একটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছে। ২ লক্ষের বেশি নেটাগরিক এতে লাইক দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement