Viral Video

দ্বীপরাষ্ট্রে বিশৃঙ্খলা! কথা বলার অনুমতি না পেয়ে সংসদীয় দণ্ড পার্লামেন্টের বাইরে ছুড়লেন বিরোধী নেতা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ঘুষের বিনিময়ে আমেরিকায় মাদক সরবরাহে সহায়তা করার জন্য বহু উচ্চপদস্থ বাহামিয়ান পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনেন আমেরিকার ফেডারেল প্রসিকিউটরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:০৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পুলিশ দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা চলাকালীন চরম বিশৃঙ্খলার সাক্ষী হল বাহামাস পার্লামেন্ট। রেগে গিয়ে পার্লামেন্টের ঐতিহ্যবাহী সংসদীয় দণ্ড জানলা দিয়ে বাইরেই ছুড়ে ফেলে দিলেন আইনসভার এক সদস্য। বুধবার এই ঘটনার পরেই পার্লামেন্টের অধিবেশন স্থগিত হয়ে যায়। সেই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ঘুষের বিনিময়ে আমেরিকায় মাদক সরবরাহে সহায়তা করার জন্য বহু উচ্চপদস্থ বাহামিয়ান পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনেন আমেরিকার ফেডারেল প্রসিকিউটরেরা। আর তা নিয়েই আলোচনা চলছিল বাহামাস পার্লামেন্টে। বাহামাস পার্লামেন্টে পুলিশ দুর্নীতি নিয়ে আইনসভার সদস্যদের মধ্যে বিতর্ক চলাকালীন স্পিকার প্যাট্রিসিয়া দেউক্সের কাছে কথা বলার অনুমতি চান বিরোধী দলের নেতা শেনডন কার্টরাইট। কিন্তু স্পিকার তাঁকে অনুমতি না দেওয়ায় হতাশ হয়ে যান তিনি। রেগে গিয়ে স্পিকারের টেবিল থেকে স‌ংসদীয় দণ্ডটি ছোঁ মেরে তুলে নেন। এর পর দৌড়ে গিয়ে দণ্ডটি পার্লামেন্টের জানলা দিয়ে বাইরে ছুড়ে দেন। আইনসভার বেশ কয়েক জন তাঁকে আটকাতে যান। কয়েক জন পুলিশকর্মীও দৌড়ে আসেন। এর পর পুলিশ কার্টরাইট-সহ আরও কয়েক জন বিরোধী দলনেতাকে পার্লামেন্ট থেকে বার করে দেয় । স্থগিত হয়ে যায় অধিবেশন। সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োই পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৬৫ সালেও বাহামাসের এক বিরোধী নেতা পার্লামেন্টের জানলা দিয়ে সংসদীয় দণ্ডটি ছুড়ে ফেলে দিয়েছিলেন, যা ইতিহাসে ‘ব্ল্যাক টিউসডে’ নামে পরিচিত।

Advertisement

বাহামাসের সংসদীয় দণ্ড পার্লামেন্টের কর্তৃত্ব এবং মর্যাদার প্রতীক। এটি স্পিকারের ক্ষমতারও প্রতিনিধিত্ব করে। এই দণ্ড পার্লামেন্টে উপস্থিত থাকলে তবেই অধিবেশন বৈধ বলে স্বীকৃত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement