Viral Video

পড়াতে পড়াতে ‘ভূত’ চাপল মাথায়! ‘জম্বি’ শিক্ষকের কাণ্ডে হইচই, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পদার্থবিদ্যার ক্লাস করতে করতে হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন বছর চল্লিশের অধ্যাপক। এর পর হঠাৎ দাঁত-মুখ খিঁচিয়ে চিৎকার করতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ১০:২০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পদার্থবিদ্যার ক্লাস করাতে করাতে ‘ভূত’ চাপল শিক্ষকের মাথায়। পড়ানো ছেড়ে অদ্ভুত আচরণ শুরু করলেন তিনি। হাসতে শুরু করলেন জোরে জোরে। হাড়হিম করা সেই দৃশ্য দেখে আঁতকে উঠলেন পড়ুয়ারা। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পদার্থবিদ্যার ক্লাস করতে করতে হঠাৎ স্তব্ধ হয়ে যান বছর চল্লিশের অধ্যাপক। এর পর হঠাৎ দাঁত-মুখ খিঁচিয়ে চিৎকার করতে শুরু করেন তিনি। মুখে এক হাত ঘষতে ঘষতে ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে অদ্ভুত শব্দ করতে থাকেন। ভিডিয়োয় লোকটিকে কখনও হাসতে, কখনও চিৎকার করতে, কখনও বা মুখ বাঁকাতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়ো দেখে স্পষ্ট নয় যে ওই শিক্ষক ইচ্ছা করে ওই আচরণ করছিলেন কি না।

ভিডিয়োটি ‘বিজু পারমার’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘‘পদার্থবিদ্যা পড়াতে পড়াতে শিক্ষকের মাথায় ভূত চেপেছে।’’ ভিডিয়োটি এখন পর্যন্ত বহু মানুষ দেখেছেন। মন্তব্যের ঝড় উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শিক্ষকের মাথায় নিউটনের আত্মা চেপেছে।” অন্য এক জন প্রশ্ন তুলেছেন, ‘‘তা হলে বিজ্ঞান এ বার কি ভূতের অস্তিত্ব মেনে নেবে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement