গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মালদহের তৃণমূল নেতা দুলাল-খুনে অধরা আরও দুই, তদন্ত কোন পথে
ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ছ’দিনের মাথায় ধৃত দুই ‘মূল চক্রী’। পুলিশ জানিয়েছে, তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ স্বপন শর্মা ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর খুনে জড়িত। পুলিশের দাবি, তাঁরাই ‘মূল চক্রী’। বুধবার এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারিও দেওয়া হয়েছিল। টাকার লেনদেন, ফোনের কল রেকর্ডিং ইত্যাদি দেখে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার আগে ওই ঘটনায় বাকি পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে খুন হন দুলাল। কিন্তু ঠিক কী কারণে এবং কেন আর্থিক লেনদেন তা স্পষ্ট নয়। তৃণমূল নেতা খুনে এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও দু’জন পলাতক। তাঁদের খোঁজ চলছে। আদালত নরেন্দ্রনাথ এবং স্বপনকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে। আজও দুলাল-খুনের ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে।
আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের বিচারপর্ব
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বিচারপ্রক্রিয়া চলছে শিয়ালদহ আদালতে। বুধবার সেখানে নিজের বক্তব্য জানান ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীরা। বৃহস্পতিবার এই সংক্রান্ত বক্তব্য জানানোর কথা সিবিআইয়ের। আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারপর্ব চলছে। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে বাবুঘাটে মমতা
ইতিমধ্যেই গঙ্গাসাগরে গিয়ে সেখানকার মেলার প্রস্তুতি পরিদর্শন করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বাবুঘাটের পরিকাঠামো-প্রস্তুতি পরিদর্শন করবেন। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
সুপ্রিম কোর্টে সমলিঙ্গ বিবাহ রায় পুনর্বিবেচনা
সমলিঙ্গ বিবাহের বিপক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছে শীর্ষ আদালতে। আজ রায় পুনর্বিবেচনার আর্জির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আবেদন শুনবে। বেঞ্চে রয়েছেন বিচারপতি বিআর গভই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। ২০২৩ সালের অক্টোবর মাসে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গ বিবাহের বিপক্ষে রায় দিয়েছিল। সেই সময় প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। ওই সাংবিধানিক বেঞ্চের মধ্যে একমাত্র বিচারপতি নরসিংহই থাকছেন নতুন বেঞ্চে। বাকি চার বিচারপতিই বর্তমানে অবসরপ্রাপ্ত।
দার্জিলিঙে ঠান্ডা জমজমাট, দক্ষিণবঙ্গে কেমন শীত
পৌষের শুরুটা হয়েছিল অকালবৃষ্টি দিয়ে। ফলে তাপমাত্রাও ‘শীতসুলভ’ ছিল না। মাঝে কয়েক দিন পারদ নামার পর আবার শীতে বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমি ঝঞ্ঝা। বুধবার থেকে আবার তাপমাত্রা কমছে। আগামী কয়েক দিনে কলকাতায় তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।