Today’s Sports Events

আনন্দবাজার অনলাইনে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল, নজর শামির দিকে, আর কী কী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ১৫ জনের দলে কারা থাকবেন? সম্ভাব্য দল আনন্দবাজার অনলাইনে। বিজয় হজারের ম্যাচ খেলতে নামবে বাংলা। রয়েছে সেই খবর। আইএসএলে লড়াই চেন্নাই-ওড়িশার। থাকবে সেই ম্যাচের খবরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৬:২২
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ফেব্রুয়ারি মাসে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় ভারতের ১৫ জনের দলে কারা থাকবেন? সম্ভাব্য দল আনন্দবাজার অনলাইনে। বিজয় হজারের ম্যাচ খেলতে নামবে বাংলা। রয়েছে সেই খবর। আইএসএলে লড়াই চেন্নাই-ওড়িশার। আল নাসেরের হয়ে খেলতে নামবেন কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। থাকবে সেই সব ম্যাচের খবরও।

Advertisement

আনন্দবাজার অনলাইনে থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারতের সব খেলা হবে দুবাইয়ে। ১২ জানুয়ারির মধ্যে সব দেশকে প্রাথমিক দল ঘোষণা করতে হবে। তার তিন দিন আগেই ভারতের সম্ভাব্য দল দেখে নিন আনন্দবাজার অনলাইনে। খেলবেন কি রোহিত শর্মা ও বিরাট কোহলি? সম্ভাব্য প্রথম একাদশে কারা থাকবেন? সেই দলও দেখে নিন।

Advertisement

বিজয় হজারের নক-আউটে বাংলা, খেলা হরিয়ানার স‌ঙ্গে, নজর থাকবে শামির দিকে

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিজয় হজারের নক আউটে উঠেছে বাংলা। তবে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা। ফলে খেলতে হবে প্রি-কোয়ার্টার ফাইনাল। আজ হরিয়ানার বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। নজর থাকবে মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে ফেরার জন্য তিনি কতটা তৈরি। বাংলার হয়ে ভাল বল করতে চাইবেন শামি। সকাল ৯টা থেকে শুরু খেলা।

আইএসএলে একটিই ম্যাচ, লড়াই চেন্নাই ও ওড়িশার

আইএসএলের ম্যাচে নামবে চেন্নাইয়িন এফসি ও ওড়িশা এফসি। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে ওড়িশা। চেন্নাইয়িনকে হারাতে পারলে প্রথম ছয় দলের দৌড়ে থাকবে তারা। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে চেন্নাইয়িন। ফলে তাদের কাছেও এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ৩ ও স্পোর্টস ১৮-৩ চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

সৌদি লিগে আল নাসেরের ম্যাচ, খেলবেন কি রোনাল্ডো?

সৌদি প্রো লিগের ম্যাচে আল আখদৌদের বিরুদ্ধে খেলতে নামবে আল নাসের। সেই ম্যাচে কি খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? প্রো লিগে এখন কিছুটা পিছিয়ে রয়েছে আল নাসের। তাই এই ম্যাচ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজ রাত সাড়ে ১০টা থেকে শুরু খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement