ছবি: এক্স থেকে নেওয়া।
জলাশয়ের ধারে শুয়ে বিশ্রাম নিচ্ছিল কুমিরের দল। তাদের দিকে বেলচা নিয়ে তাড়া করলেন এক ব্যক্তি! কুমিরদের গায়ে বেলচার ঘা-ও বসালেন। আর তাঁর ভয়ে ডাঙা থেকে আবার জলে নেমে গেল কুমিরের দল। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। কুমিরদের ওই ভাবে আঘাত করার বিষয়টিকে নিষ্ঠুরতার নাম দিয়েছেন নেটাগরিকদের একাংশ (যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল জলাশয়ের ধারে গোল হয়ে শুয়ে রয়েছে একদল কুমির। হঠাৎ সেখানে আবির্ভাব হয় এক ব্যক্তির। হাতে বেলচা নিয়ে কুমিরদের দিকে তেড়ে যান তিনি। তাঁকে আসতে দেখে একের পর এক কুমির ভয়ে জলে ঝাঁপ দিতে থাকে। যারা জলে যেতে নারাজ তাদের ভাগ্যে জোটে বেলচার ঘা। মার খেয়ে জলে নেমে যায় তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যামেজিং নেচার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ১০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মন্তব্য করলেও ক়ড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কুমিরদের এ ভাবে আঘাত করা নিষ্ঠুরতার শামিল। অনুচিত কাজ।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘ভাগ্য ভাল। সব কুমির যদি ওঁর দিকে তেড়ে যেত তা হলে বুঝতেন কত ধানে কত চাল।’’