Junior Clerk Recruitment 2025

জুনিয়র ক্লার্ক নিয়োগ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, শূন্যপদ ১৯১টি

সাধারণ বিভাগ ও সংরক্ষিত বিভাগ মিলিয়ে কাজের সুযোগ পাবেন ১৯১জন। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৭:৩২
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিক্ষাকর্মী নিয়োগ করবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র ক্লার্ক নিয়োগ করা হবে। সাধারণ বিভাগ ও সংরক্ষিত বিভাগ মিলিয়ে কাজের সুযোগ পাবেন ১৯১জন। বেতনক্রম ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকার মধ্যে মূল বেতন দেওয়া হবে প্রতি মাসে। আবেদনের জন্য স্নাতক-সহ কম্পিউটারের অফিস অটোমেশন, বুক কিপিং ও ওয়ার্ড প্রসেসিংয়ের কাজে অন্তত ছ’মাসের প্রশিক্ষণ থাকা চাই। স্নাতকের পাশাপাশি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। ১৭ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement